অ্যান্টিগা, 24 অগাস্ট : ইশান্ত শর্মার দাপটে অ্যান্টিগা টেস্টে ম্যাচে চালকের আসনে ভারত ৷ 5 উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান শিবিরকে ধসিয়ে দিলেন ইশান্ত ৷ সকালে ব্যাট হাতে সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজাকে ৷ বিকেলে বিষাক্ত স্পেলে ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার ৷ দ্বিতীয় দিনের শেষে 8 উইকেট হারিয়ে 189 রান তুলেছে ক্যারিবিয়ানরা ৷
প্রথম দিনের 203 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করার পর 297 রানে ইনিংস শেষ করে ভারত ৷ রবীন্দ্র জাদেজার আর ইশান্ত শর্মার লড়াকু 60 রানের পার্টনারশিপ ভারতকে লড়াইয়ের জায়গায় নিয়ে যায় ৷ দুরন্ত 58 রান করেন জাদেজা , এদিকে ব্যাট হাতে ধৈর্যশীল 19 রান করেন ইশান্ত শর্মা ৷