পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইশান্তের 5 উইকেট, অ্যান্টিগা টেস্টে চালকের আসনে ভারত - 1 st Test'

5 উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান শিবিরকে ধসিয়ে দিলেন ইশান্ত ৷ সকালে ব্যাট হাতে সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজাকে ৷ বিকেলে বিষাক্ত স্পেলে ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার ৷

ইসান্ত

By

Published : Aug 24, 2019, 7:38 AM IST

অ্যান্টিগা, 24 অগাস্ট : ইশান্ত শর্মার দাপটে অ্যান্টিগা টেস্টে ম্যাচে চালকের আসনে ভারত ৷ 5 উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান শিবিরকে ধসিয়ে দিলেন ইশান্ত ৷ সকালে ব্যাট হাতে সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজাকে ৷ বিকেলে বিষাক্ত স্পেলে ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার ৷ দ্বিতীয় দিনের শেষে 8 উইকেট হারিয়ে 189 রান তুলেছে ক্যারিবিয়ানরা ৷

প্রথম দিনের 203 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করার পর 297 রানে ইনিংস শেষ করে ভারত ৷ রবীন্দ্র জাদেজার আর ইশান্ত শর্মার লড়াকু 60 রানের পার্টনারশিপ ভারতকে লড়াইয়ের জায়গায় নিয়ে যায় ৷ দুরন্ত 58 রান করেন জাদেজা , এদিকে ব্যাট হাতে ধৈর্যশীল 19 রান করেন ইশান্ত শর্মা ৷

ভারতের 297 রানের জবাবে বেশ ধীরে সুস্থেই শুরু করেছিল ক্যারিবায়ানরা ৷ ক্যরিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি ৷ এরপর ইশান্ত শর্মা, বুমরা ও রবীন্দ্র জাদেজাও খাতা খোলেন ৷ ক্যারিবিয়ান মিডল অর্ডারে সাই হোপ ও চেজ় জুটি কিছুটা লড়াই শুরু করেছিলেন ৷ চেজ়কে ফিরিয়ে সেই লড়াইয়ের ইতি টানেন ইশান্ত ৷

মাঝে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল ৷ এরপর খেলা শুরু হতেই শুরু ইশান্তের ভেলকি ৷ পরপর তিন ওভারে তিনটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের লেজ ভেঙে দেন তিনি ৷ দিনের শেষে ভারতের থেকে 108 রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা ৷

ABOUT THE AUTHOR

...view details