দিল্লি, 26 ডিসেম্বর : চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে চলেছেন ইশান্ত শর্মা ৷ তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে নয় ৷ আপাতত, ঘরোয়া ক্রিকেটে ৷ দিল্লির সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দিল্লি দলে নির্বাচিত হলেন ইশান্ত শর্মা ৷ একই সঙ্গে ওপেনার শিখর ধাওয়ানও আছেন দলে ৷ দিল্লি দলের অধিনায়কও শিখর ধাওয়ান ৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন চোট পান ইশান্ত শর্মা ৷ ফলে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের বাইরে থাকতে হয় তাঁকে ৷ রিহ্যাবের জন্য এনসিএতে ছিলেন তিনি ৷ সেখানে তাঁর চোট পরীক্ষা করে জানা যায়, পুরো সিরিজ়ে পাওয়া যাবে না এই পেসারকে ৷ যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে দলে ছিলেন শিখর ধাওয়ান ৷ দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানও করেন তিনি ৷