দিল্লি, 22 জানুয়ারি : শিখর ধাওয়ানের পর ঈশান্ত শর্মা ৷ আসন্ন নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ইন্ডিয়ান পেসার ৷ রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান দিল্লি পেসার ৷
শিখরের পর ঈশান্ত, চোটের কারণে নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
দিল্লি বনাম বিদর্ভের ম্যাচে খেলতে গিয়ে গোড়ালিতে চাট পান ঈশান্ত ৷ তার পরই নিশ্চিত হয়ে যায় তিনি আসন্ন নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে যেতে চলেছেন ৷
DDCA-র সাধারণ সম্পাদক বিনোদ তিহারা বলেন,‘‘ ঈশান্ত শর্মার গোড়ালিতে গ্রেড থ্রি-র চোট লেগেছে ৷ তাঁকে ছয় সপ্তাহ বিশ্রিমে থাকার ও পরে রিহ্যাবিলেটেশনের পরামর্শ দেওয়া হয়েছে ৷ এটা সত্যিই একটি বড় ধাক্কা ৷’’
ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি ৷ বিশ্বকাপের পর ঘরের মাঠে প্রথমে দক্ষিণ আফ্রিকা, পরে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন তিনি ৷ বুমরার অনুপস্থিতিতে ভারতীয় পেসকে নেতৃত্ব দেন তিনি ৷ তাই শেষ কয়েক বছর 31 বছরের ঈশান্ত ভারতের পেস অ্যাটাকে বুমরা, শামি ও যাদবের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ ছিলেন ৷ বর্তমান পরিস্থিতিতে তাঁর পরিবর্তে নভদীপ সাইনির কথা ভাবছেন নির্বাচকরা ৷
TAGGED:
ishant sharma injury