পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত ইশান্ত শর্মা - বর্ডার-গাভাসকর ট্রফি

2018-19 সফরে তিনটি টেস্টে 23.82 গড়ে 11টি উইকেট নিয়েছিলেন ইশান্ত ৷ অস্ট্রেলিয়া সফরে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

চোটে শেষ IPL, অস্ট্রেলিয়া সফরেও অনিশ্চিত ইশান্ত শর্মা
চোটে শেষ IPL, অস্ট্রেলিয়া সফরেও অনিশ্চিত ইশান্ত শর্মা

By

Published : Oct 13, 2020, 5:30 PM IST

মুম্বই, 13 অক্টোবর : পাঁজরের চোট তাঁকে IPL থেকে ছিটকে দিয়েছে ৷ এবার বছর শেষে অস্ট্রেলিয়া সফরেও ইশান্ত শর্মাকে পাওয়া যাবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে ৷

IPL-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ খেলেই ছিটকে গেছেন ইশান্ত শর্মা ৷ IPL-এর প্রথমদিকে সামান্য চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি ৷ 7 অক্টোবর দুবাইয়ে অনুশীলন চলাকালীন বাঁ দিকের পাঁজরে গুরুতর চোট পান ইশান্ত ৷ ফলে সেখানেই তাঁর IPL অভিযান শেষ হয়ে যায় ৷ সোমবারই ইশান্তের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷

দিল্লির ফ্র্যাঞ্চাইজ়ি ছাড়াও ইশান্তের চোট ভারতীয় ক্রিকেট বোর্ডের কপালে ভাঁজ ফেলেছে ৷ কারণ IPL-এর শেষে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল ৷ সীমিত ওভারের ক্রিকেট ছাড়াও চার ম্যাচের টেস্ট সিরিজ় রয়েছে ৷ কিন্তু চোট সারিয়ে ডিসেম্বরের টেস্ট সিরিজ়ে ইশান্ত খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে ৷

2018-19 মরশুমে অস্ট্রেলিয়ায় গিয়ে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত ৷ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে তাদেরই দেশে টেস্ট সিরিজ়ে হারিয়েছিল ভারতীয় দল ৷ সিরিজ়ের তিনটি ম্যাচে 23.82 গড়ে 11টি উইকেট নিয়েছিলেন ইশান্ত ৷ বছর দুয়েক পর ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত ৷ কিন্তু চোটের কারণে একমাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইশান্ত শর্মাকে ৷ তাই দলের অন্যতম সেরা এই পেসারকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ৷ IPL-এ চোট পেয়েছেন ভুবনেশ্বর কুমারও ৷ তাঁকে পাওয়া নিয়েও সংশয় রয়েছে ৷

97টি টেস্ট ম্যাচ খেলে 297টি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ৷ শেষবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details