ওয়েলিংটন, 23 ফেব্রুয়ারি: জেট ল্যাগের কারণে বারোটা বেজে গিয়েছিল ঘুমের ৷ দু'দিনে সর্বসাকুল্যে ঘুম হয়েছিল ঘণ্টা চারেকের মতো ৷ বেসিন রিজার্ভে মেন ইন ব্লু-র ব্যর্থতার দিনে সেই ক্লান্ত ইশান্ত শর্মাই একমাত্র উজ্জ্বল ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ভারতীয় পেসারদের এলিট তালিকায় ঢুকে গেলেন দিল্লির এই বোলার ৷
জেট ল্যাগের ক্লান্তি সরিয়ে পাঁচ উইকেট, এলিট তালিকায় ঢুকলেন ইশান্ত - পাঁচ উইকেট নিয়ে এলিট তালিকায় ঢুকলেন ইশান্ত
গত বছর থেকে দারুণ ছন্দে রয়েছেন ইশান্ত ৷ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ছিলেন তিনি ৷ বছরের শুরুতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে চোট পান ৷ ফলে নিউজ়িল্যান্ডে ইশান্তকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷
ওয়েলিংটন টেস্ট শুরু হওয়ার 72 ঘণ্টা আগে নিউজ়িল্যান্ড পৌঁছেছিলেন ইশান্ত ৷ ক্লান্তিকর জার্নি আর জেট ল্যাগের ছাপ খেলায় পড়তে দেননি ৷ মাঠে থাকাকালীন একবারের জন্যও ক্লান্ত লাগেনি ৷ সেই অবস্থাতেই কিউয়িদের টপ অর্ডার একার হাতেই ভাঙলেন ৷ তার মধ্যে ছিল রস টেলরের গুরুত্বপূর্ণ উইকেট ৷ দ্বিতীয় দিনে তিনটি উইকেট নেওয়ার পর রবিবার ম্যাচের তৃতীয় দিন আরও দুটি উইকেট নেন ইশান্ত ৷ এরই সঙ্গে লাল বলের ফরম্যাটে 11বার পাঁচটি উইকেট নেওয়া পঞ্চম ভারতীয় বোলারে পরিণত হলেন তিনি ৷ তালিকার পঞ্চম স্থানে যুগ্মভাবে জাহির খানের সঙ্গে রয়েছেন ডান হাতি পেসার ৷ পাশাপাশি নিউজ়িল্যান্ডের মাটিতে তৃতীয়বার পাঁচ উইকেট নিলেন ইশান্ত ৷ এবং বিদেশের মাটিতে যা নবমবার ৷ এছাড়া দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড-নিউজ়িল্যান্ড-অস্ট্রেলিয়ার মাঠে সর্বোচ্চ 121টি উইকেট নেওয়া ভারতীয় পেসার এখন তিনি ৷
গত বছর থেকে দারুণ ছন্দে রয়েছেন ইশান্ত ৷ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ছিলেন তিনি ৷ বছরের শুরুতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে চোট পান ৷ ফলে নিউজ়িল্যান্ডে ইশান্তকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাবের পর নিজেকে ফিট প্রমাণিত করে অবশেষে নিউজ়িল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দেন ৷ প্রথম একাদশে জায়গা পাওয়া ইশান্ত অধিনায়কের ভরসার সম্মান রাখলেন ৷