নয়াদিল্লি, 30 মার্চ : করোনায় আক্রান্ত হচ্ছেন দেশের একের পর প্রাক্তন ক্রিকেটার ৷ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা ভারতীয় লেজেন্ড দলের চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত ৷ শুরুটা হয়েছিল সচিন তেন্ডুলকরকে দিয়ে ৷ এরপর ইউসুফ পাঠান, এস বদ্রিনাথের পর ইরফান পাঠানের করোনা রিপোর্টও পজ়িটিভ এসেছে ৷
মার্চের শুরু থেকে ফের দাপাচ্ছে করোনা ভাইরাস ৷ একদিনে আক্রান্তের সংখ্যা 40-60 হাজারে পৌঁছে গিয়েছে ৷ তারই মধ্যে ছত্তিসগড়ের রাইপুরে দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের বসেছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ৷ শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ জিতে নিয়েছে ইন্ডিয়া লেজেন্ডস ৷ কিন্তু সেই আনন্দ স্থায়ী হল না বেশিদিন ৷ এক এক করে ইন্ডিয়া লেজেন্ডস টিমের সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ সচিন, ইউসুফ, বদ্রিনাথের পর ইরফান পাঠানও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ টুইট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন তিনি ৷