পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL ধোনির মাপকাঠি হতে পারে না : নেহরা - 2019 ICC World Cup

ধোনির নতুন করে কিছু প্রমান করার নেই । IPL ধোনির মত প্লেয়ার মাপকাঠি হতে পারে না । মনে করেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা ।

nehra
nehra

By

Published : Aug 2, 2020, 8:20 PM IST

দিল্লি , 2 অগাস্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসন্ন সংস্করণ মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা । ভারতীয় দলের হয়ে ধোনি 2019 ICC বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন । সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 18 রানে হেরে যায় টিম ইন্ডিয়া ।

এ বছরের IPL-এ ধোনির পারফরম্যান্স তাকে T20 বিশ্বকাপের জন্য জাতীয় দলে জায়গা করে দেবে বলে মনে করা হয়েছিল । তবে কোরোনা প্যানডেমিকের জন্য T-20 বিশ্বকাপ স্থগিত করেছে ICC । এ দিকে 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে IPL-র 13 তম সংস্করণ ।

আশিস নেহরা বলেছেন , " আমি মনে করি , এমএস ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের সঙ্গে আসন্ন IPL-র কোনও সম্পর্ক নেই । আপনি যদি নির্বাচক হন, বা অধিনায়ক হন, কিংবা যদি কোচ হন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ধোনি খেলতে তৈরি কী না । তবে আমার তালিকায় সব সময় ধোনির নাম প্রথমে থাকবে। "

তিনি আরও বলেন , "আমি এমএস ধোনিকে যতটুকু জানি, তাতে আমি মনে করি সে ভারতের জন্য শেষ ম্যাচটা খুশি মনেই খেলেছে । ধোনির তো আর নতুন করে প্রমাণ করার কিছু নেই । আমি মনে করি আসন্ন IPL প্লেয়ার হিসেবে এমএস ধোনির স্ট্যাচারে কোনও প্রভাব ফেলবে না । আমি মনে করি IPL-র মতো কোনও টুর্নামেন্ট ধোনির নির্বাচনের মাণদণ্ড হওয়া উচিত নয় । "

ABOUT THE AUTHOR

...view details