পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংলিশ ক্রিকেটের উন্নতির নেপথ্যে রয়েছে IPL, মন্তব্য বাটলারের

IPL-এ দুটি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলেছেন জস বাটলার । 2016-17 মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর 2018 সালে রাজস্থান রয়্যালসে যোগ দেন এই ইংলিশ ব্যাটসম্যান ।

IPL has helped in the growth of English cricket: Jos Buttler
IPL has helped in the growth of English cricket: Jos Buttler

By

Published : May 23, 2020, 10:49 PM IST

লন্ডন, 23 মে: ইংলিশ ক্রিকেটের উন্নতিতে সাহায্য করেছে IPL । এমনটাই মত ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলারের । যে কারণে তাঁর কাছে বিশ্বকাপের পর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ।

2016 সাল থেকে IPL-এর অংশ বাটলার । ক্রোড়পতি লিগে তাঁর অভিষেক হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে । একটি মরশুম মুম্বইয়ে কাটানোর পর 2018 সালে রাজস্থান রয়্যালসে যোগ দেন ইংলিশ ব্যাটসম্যান । তিনি বলেছেন, "এতে কোনও সন্দেহ নেই যে IPL ইংল্যান্ডের খেলায় উন্নতি নিয়ে এসেছে । গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার IPL খেলছে । এটা এমন একটা টুর্নামেন্ট যেটা খেলার জন্য আমি মুখিয়ে থাকি । আমার মতে বিশ্বকাপের পর এটা হল বিশ্বের সেরা টুর্নামেন্ট ।"

বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের মতে, "ক্রোড়পতি লিগ হল অনেকটা ফ্যান্টাসি টুর্নামেন্টের মতো । ছোটদেরও ক্রিকেট খেলতে আগ্রহ জোগায় এই টুর্নামেন্ট । বিশ্বের সেরা ক্রিকেটাররা একে অপরের সঙ্গে খেলে । IPL-এর বেশ কিছু ম্যাচ দেখতে অসাধারণ লাগে । যখন বেঙ্গালুরুর কোহলি, ডিভিলিয়ার্স এবং ক্রিস গেইল, জসপ্রীত বুমরা, ডেল স্টেইন অথবা মালিঙ্গার বিরুদ্ধে নামে তখন খেলা দেখার মজাটাই অন্য হয়ে দাঁড়ায় ।" এখনও পর্যন্ত 45টি IPL ম্যাচ খেলেছেন বাটলার । মোট রান সংখ্যা 1386 । স্ট্রাইক রেট 150-এর উপর ।

ABOUT THE AUTHOR

...view details