পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রণজি ট্রফির আগেই মুস্তাক আলি টি-20-র আয়োজন করতে পারে BCCI - BCCI

মুস্তাক আলির সম্ভাব্য আয়োজকদের মধ্যে রয়েছে CAB ৷

রণজি ট্রফির আগেই মুস্তাক আলি টি-20 আয়োজন করতে পারে বোর্ড
রণজি ট্রফির আগেই মুস্তাক আলি টি-20 আয়োজন করতে পারে বোর্ড

By

Published : Nov 16, 2020, 2:22 PM IST

মুম্বই, 16 নভেম্বর : 2021 IPL-এর নিলামকে মাথায় রেখে রণজি ট্রফির আগেই হতে পারে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ৷ জানুয়ারির প্রথম দিকেই জাতীয় টি-20 চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ চার থেকে পাঁচ মাসের মধ্যে ফের হতে চলেছে IPL ৷ সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে পারে তারা ৷

ইতিমধ্যেই বোর্ডের তরফে কয়েকটি রাজ্য সংস্থায় ফিলার্স পাঠানো হয়েছে ৷ এক্ষেত্রে সেইসব রাজ্য ক্রিকেট সংস্থাকে বেছে নেওয়া হয়েছে যারা অন্তত তিনটি টিমের জন্য একাধিক মাঠ ও পাঁচতারা হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করতে পারবে ৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেরকমই এক রাজ্য সংস্থার কর্তা জানিয়েছেন, "দলে ভারতীয় ক্রিকেটার কম রয়েছে এমন অন্তত দুটো থেকে তিনটে টিমের জন্য এবারের IPL নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আর ক্রিকেট প্রতিভা খুঁজে আনতে IPL খুব প্রয়োজন ৷ ফলে রণজি ট্রফির থেকে মুস্তাক আলি হওয়ার সম্ভাবনাটা যুক্তিযুক্ত ৷"

বোর্ড চাইছে যে তিনটি মাঠে জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করা হবে সেখান থেকে পাঁচ তারা হোটেলের দূরত্ব হবে কম ৷ এই বিষয়ে ওই কর্তা বলেন, "জৈব সুরক্ষা বলয়ে তৈরি করার বিষয়ে অন্তত 10টি রাজ্য সংস্থাকে বলা হয়েছে ৷ BCCI মনে করছে 10টি সংস্থার মধ্যে অন্তত ছয়টি রাজ্য সংস্থা যদি ইতিবাচক ইঙ্গিত দেয় তাহলে দু সপ্তাহের মধ্যে মুস্তাক আলি টি-20 শেষ করা যাবে ৷ তারপর শুরু হবে রণজি ট্রফি ৷"

মুস্তাক আলির সম্ভাব্য আয়োজকদের মধ্যে রয়েছে CAB ৷ ইডেন গার্ডেন্স, সল্টলেকের যাদবপুর ইউনিভার্সিটির মাঠ ও কল্যাণী- এই তিন জায়গায় বায়ো বাবল তৈরি করবে CAB ৷ এদিকে 28 নভেম্বর থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি-20 টুর্নামেন্টে ৷ অনেকে মনে করছেন, ছয় দলীয় এই টুর্নামেন্ট আয়োজন করে CAB কর্তারা দেখে নিতে চাইছে যে তারা জৈব সুরক্ষা বলয় তৈরি করতে কতটা তৈরি ৷

ছয় দলীয় এই টুর্নামেন্টের জন্য দু'টি হোটেলে ছয়টি টিমকে জৈব সুরক্ষা বলয়ে রাখবে CAB ৷ ছয়টি দলের জন্য 80টি রুম বুক করা হয়েছে ৷ হোটেলের দুটি তলা নিয়ে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে ৷ নিউ নর্মালে এই ক্লাব টুর্নামেন্ট আয়োজন সফল হলে CAB অন্তত কলকাতা ও কল্যাণী মিলিয়ে মুস্তাক আলি একটি গ্রুপের ম্যাচ আয়োজন করতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details