বেঙ্গালুরু, 4 এপ্রিল : আইপিএলের আকাশে করোনার কালো ছায়া ৷ কোটিপতি লিগের 14তম সংস্করণ শুরুর আগেই একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল, কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানার পর এবার করোনায় আক্রান্ত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের ওপেনার দেবদত্ত পড়িক্কল ৷ ফলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয় শুরু হয়েছে ৷
9 এপ্রিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে 14তম আইপিএলের উদ্বোধনী ম্যাচ ৷ মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইয়ে বিরাট কোহলির অন্যতম ভরসা দেবদত্ত পড়িক্কল ৷ এই তরুণ ব্যাটসম্যান গত মরসুমেই নিজের জাত চিনিয়েছেন ৷ তবে টুর্নামেন্ট শুরুর ছয়দিন আগে করোনায় আক্রান্ত হলেন দেবদত্ত ৷ আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি ৷ রোহিতদের বিরুদ্ধে তাঁর সার্ভিস পাওয়ার সম্ভাবনা পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ৷ যদিও আরসিবি টিম আশা করছে প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবেন দেবদত্ত ৷