পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএল শুরুর আগে বিপত্তি, করোনা আক্রান্ত ওয়াংখেড়ের আট কর্মচারী - আইপিএল 2021

ভাইরাসের দাপট অনেকটাই স্তিমিত হয়ে পড়েছিল ৷ ভ্যাকসিনেশন শুরু হয়েছে ৷ সবমিলিয়ে এবার ঘরের মাঠে আইপিএল আয়োজনে আত্মবিশ্বাসী ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বোর্ড ৷ কিন্তু একসঙ্গে এতজন মাঠকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বোর্ড কর্তাদের কপালে ভাঁজ পড়েছে ৷

ipl 2021 eight groundsman at wankhede stadium test positive for corona virus
ipl 2021 eight groundsman at wankhede stadium test positive for corona virus

By

Published : Apr 3, 2021, 1:50 PM IST

মুম্বই, 3 এপ্রিল : আইপিএলের আকাশে কালো মেঘ ৷ কোটিপতি লিগ শুরুর সপ্তাহখানেক আগে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল বিসিসিআই ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আটজন কর্মী করোনায় আক্রান্ত হলেন ৷ 10 এপ্রিল 14তম আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ৷ ম্যাচের ভেনু ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷

দেশে ঝড়ের বেগে ব্যাটিং চালাচ্ছে করোনা ভাইরাস ৷ আক্রান্তের সংখ্যা দিন দিন মাত্রা ছাড়াচ্ছে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ের অবস্থা সবচেয়ে খারাপ ৷ আরও একবার লকডাউনের দিকে ঝুঁকতে চলছে মহারাষ্ট্র সরকার ৷ তার মধ্যেই শুরু হচ্ছে আইপিএল ৷ কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বিপত্তি ৷ 10 এপ্রিল সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ তার সপ্তাহখানেক আগে স্টেডিয়ামের আটজন কর্মী করোনায় আক্রান্ত হলেন ৷ 19 জন গ্রাউন্ডসস্টাফের আরটিপিসিআর টেস্ট করা হয়েছিল ৷ তার মধ্যে আটজনের রিপোর্ট পজিটিভ এসেছে ৷

আরও পড়ুন : সচিন ছয় মারার মতো কোভিডকে উড়িয়ে দেবে, টুইটারে বার্তা আক্রমের

করোনার কারণে এবার দেশের 6টি শহরে হবে আইপিএল ৷ তার মধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে ৷ সংক্রমণের ভয়ে গতবছর আইপিএল দেশের বাইরে আয়োজন করেছিল বিসিসিআই ৷ তারপর ভাইরাসের দাপট অনেকটাই স্তিমিত হয়ে পড়েছিল ৷ ভ্যাকসিনেশন শুরু হয়েছে ৷ সবমিলিয়ে এবার ঘরের মাঠে আইপিএল আয়োজনে আত্মবিশ্বাসী ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বোর্ড ৷ কিন্তু একসঙ্গে এতজন মাঠকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বোর্ড কর্তাদের কপালে ভাঁজ পড়েছে ৷

গত বছরও এমন বিপত্তির মুখে পড়েছিল বিসিসিআই ৷ টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাই সুপার কিংসের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন ৷ যদিও বিষয়টি সামলে নিয়েছিল বোর্ড ৷ হু হু করে বাড়তে থাকা সংক্রমণের মাঝে আইপিএল আয়োজনের বিষয়টি কীভাবে সামাল দেয় বোর্ড সেটাই দেখার ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details