চেন্নাই, 18 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে রেকর্ড দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের ৷ নিলামে তাঁর দাম 16 কোটি 25 লাখ টাকা ৷ তাঁকে কিনল রাজস্থান রয়্যালস ৷ অথচ তাঁর বেস প্রাইস ছিল মাত্র 75 লাখ টাকা ৷ ফলে স্বাভাবিকভাবেই তাঁর এই বিপুল পরিমাণ দম ওঠায় অনেকেই অবাক ৷
নিলামে ক্রিস 16.25 কোটি টাকা পাওয়ায় বেশ অবাক ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ৷ তিনি মনে করেন এত টাকা পাওয়ার মতো এক্স ফ্যাক্টর আর নেই ক্রিস মরিসের ৷
আইপিএলের ইতিসহাসের সর্বকালের রেকর্ড ভেঙে ক্রিস মরিসকে কিনল রাজস্থান রয়্যালসকে ৷ 2015 সালে যুবরাজ সিংয়ের 16 কোটি টাকার রেকর্ড ভাঙলেন তিনি ৷