পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএল নিলামে রেকর্ড গড়ে 16.25 কোটি টাকায় রাজস্থানে ক্রিস মরিস - 16.25 কোটি টাকায় রাজস্থানে ক্রিস মরিস

আইপিএলের ইতিহাসের সর্বকালের রেকর্ড ভেঙে ক্রিস মরিসকে কিনল রাজস্থান রয়্যালস ৷ 2015 সালে যুবরাজ সিংয়ের 16 কোটি টাকার রেকর্ড ভাঙলেন তিনি ৷

ক্রিস মরিস
ক্রিস মরিস

By

Published : Feb 18, 2021, 5:22 PM IST

চেন্নাই, 18 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে রেকর্ড দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের ৷ নিলামে তাঁর দাম 16 কোটি 25 লাখ টাকা ৷ তাঁকে কিনল রাজস্থান রয়্যালস ৷ অথচ তাঁর বেস প্রাইস ছিল মাত্র 75 লাখ টাকা ৷ ফলে স্বাভাবিকভাবেই তাঁর এই বিপুল পরিমাণ দম ওঠায় অনেকেই অবাক ৷

নিলামে ক্রিস 16.25 কোটি টাকা পাওয়ায় বেশ অবাক ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ৷ তিনি মনে করেন এত টাকা পাওয়ার মতো এক্স ফ্যাক্টর আর নেই ক্রিস মরিসের ৷

আইপিএলের ইতিসহাসের সর্বকালের রেকর্ড ভেঙে ক্রিস মরিসকে কিনল রাজস্থান রয়্যালসকে ৷ 2015 সালে যুবরাজ সিংয়ের 16 কোটি টাকার রেকর্ড ভাঙলেন তিনি ৷

2020 সালের নিলামে তাঁকে 10 কোটি টাকায় কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ কিন্তু তার পরেই তাঁকে রিলিজ় করে দেওয়া হয় ৷ যদিও আরব আমিরশাহিতে ভাল পারফর্ম করেছিলেন মরিস ৷ 9 ম্যাচে 11টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : সাকিবের ঘর ওয়াপসি, 3.20 কোটিতে কলকাতায় ফিরলেন বাংলাদেশি অলরাউন্ডার

2017 সালের পর থেকে কখনও গোটা মরশুম খেলেননি ক্রিস মরিস ৷ তাঁর আগেই যদি ও14.25 কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে কেনে আরসিবি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details