পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুযোগ না পাওয়ায় হতাশ ছিলাম : রাহানে

IPL-এ রাহানের রান সংখ্যা নেহাত কম নয় । 146টি ম্যাচে 3931 রান রয়েছে তাঁর ।

তিন নম্বরের নেমে 46 বলে 60 রানের ইনিংস খেললেন
তিন নম্বরের নেমে 46 বলে 60 রানের ইনিংস খেললেন

By

Published : Nov 3, 2020, 6:05 PM IST

আবু ধাবি, 3 নভেম্বর : অনেকেরই ধারণা কুড়ি-বিশের ফরম্যাট তাঁর জন্য নয় । এই ফরম্যাটে বড় শট হাঁকাতে পারেন না তিনি । তাই সীমিত ওভারে জাতীয় দল থেকেও ব্রাত্য । সেই অজিঙ্ক রাহানেরই বুদ্ধিদীপ্ত ইনিংস দিল্লি ক্যাপিটালসের কাছে প্লে অফের দরজা খুলে দিয়েছে । সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 60 রানের ইনিংস খেলা রাহানে বললেন, চলতি IPL-এ বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন ।

দিল্লির স্কোয়াডে অজিঙ্ক রাহানের মতো নাম থাকলেও মাঠে নামার তেমন সুযোগ হয়নি জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের । IPL-এ তাঁর রান সংখ্যা নেহাত কম নয় । 146টি ম্যাচে 3931 রান রয়েছে তাঁর । তা সত্ত্বেও চলতি IPL-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ছয়টি ম্যাচে খেলার সুযোগ পান এই ডানহাতি ব্যাটসম্য়ান । সোমবার RCB-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের উপরই ভরসা করতে হয়েছে দিল্লি কোচ রিকি পন্টিংকে । পৃথ্বী শ-র ব্যর্থতার দিন তিন নম্বরের নেমে 46 বলে 60 রানের ইনিংস খেললেন । বিরাটদের দেওয়া 153 রান তাড়া করতে নেমে অপর ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে তোলেন 88 রান ।

তিন নম্বরের নেমে 46 বলে 60 রানের ইনিংস খেললেন

দলের জয়ে অবদান রাখতে পারলেও মাঠে নামার তেমন সুযোগ না পাওয়ায় হতাশ রাহানে । ম্যাচের পর ধাওয়ানের সঙ্গে IPL-এর অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেছেন, "যখন খেলার সুযোগ পেতাম না খুব খারাপ লাগত । দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে । তোমার (ধাওয়ান) সঙ্গে ব্যাট করাটা উপভোগ করেছি । যেভাবে তুমি ব্যাট করছিলে তাতে অনেক কিছু শেখার রয়েছে ।" তিনি আরও বলেন, "আমায় তিন নম্বরে ব্যাট করতে হবে তা রিকি আমায় বলেই দিয়েছিল । আমি বুঝেছিলাম এটা বড় সুযোগ । একজন খেলোয়াড় হিসেবে প্রয়োজনের সময় অবদান রাখতে পারলে ভালো লাগে । আর দল জিতলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় ।"

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলবে দিল্লি ক্যাপিটালস । যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details