চেন্নাই, 1 অগাস্ট : IPL শুরুর আগে প্রস্তুতি শিবির করতে চাইছে তিনবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। সংযুক্ত আরব আমিরাশাহিতে টুর্নামেন্টে নামার আগে অগাস্টের শুরু থেকেই এই প্রস্তুতি শিবির আয়োজন করতে চায় চেন্নাই শিবির ।
এবারের IPL ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল । তবে কোরোনা প্যানডেমিকের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল । সম্প্রতি, IPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাশাহিতে ১৯ সেপ্টেম্বর IPL-র ১৩ তম আসর শুরু হবে ।