আবু ধাবি, 20 সেপ্টেম্বর : মরুদেশে IPL-এর প্রথম ম্যাচেই শোনা গেছে সিংহের গর্জন । গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ভালো শুরু করেছে চেন্নাই সুপার কিংস । এই জয়ের সঙ্গেই 22 গজে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল মহেন্দ্র সিং ধোনির । এই নিয়ে অধিনায়ক হিসেবে IPL- এ 100তম জয় পেলেন তিনি ।
22 গজে ফিরেই রেকর্ড, IPL-এ অধিনায়ক ধোনির শততম জয় - IPL- এ অধিনায়ক হিসেবে ধোনির 100তম জয়
IPL- এর ইতিহাসে এমন নজির অন্য কোনও অধিনায়কের নেই । অধিনায়ক হিসেবে 100 তম জয় পেলেন মহেন্দ্র সিং ধোনি ।
IPL- এর ইতিহাসে এমন নজির অন্য কোনও অধিনায়কের নেই । সব মিলিয়ে ধোনির ম্যাচ জয়ের সংখ্যা 105টি । 2016 সালে পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলার সময় পাঁচটি ম্যাচ জিতেছিলেন । পাশাপাশি ধোনির নেতৃত্বে চেন্নাই 10 বার প্লে অফে উঠেছে । জিতেছে তিনবার ।
437 দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নামা ধোনির দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের । ব্যাট হাতে নামলেও রান করার সুযোগ পাননি। তবে অধিনায়ক হিসেবে তাঁর বেশিরভাগ সিদ্ধান্তই কাজে দিয়েছে । আর তারই জেরে রোহিত শর্মার তারকা খচিত ব্যাটিং লাইন আপকে 162 রানে বেঁধে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপারকিংস ।