পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রায়ডুর অভাব বুঝছে চেন্নাই, রায়নাকে মনে পড়ল কোচ ফ্লেমিংয়ের - রায়ডুর অভাব বোধ করছে চেন্নাই

ধোনি জানিয়েছেন, পরের ম্যাচে রায়ডুকে পাওয়া যাবে । এর ফলে দলের ব্যাটিংয়ে ভারসাম্য ফিরবে বলে আশা CSK অধিনায়কের।

J
J

By

Published : Sep 26, 2020, 3:40 PM IST

দুবাই, 26 সেপ্টেম্বর : সুরেশ রায়না ও অম্বাতি রায়ডু । চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগের দুই প্রধান মুখ । চলতি IPL-এ চেন্নাইয়ের খারাপ সময়ে দলে নেই দু'জনই । প্রথমজন দেশে ফিরে এসেছেন । আর দ্বিতীয়জন চোটের জন্য দুটো ম্যাচ খেলেননি । পরপর দুই ম্যাচে হারের পর রায়ডুর অভাব বোধ করছে হলুদ ব্রিগেড । এমনই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি । অন্যদিকে রায়ডু ছাড়াও চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মুখে শোনা গেছে সুরেশ রায়নার নাম ।

উদ্বোধনী ম্যাচে রায়ডুর 48 বলে 71 রানের ইনিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় এনে দিয়েছিল চেন্নাইকে । কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাকি দুটি ম্যাচে সাইডলাইনে বসে কাটাতে হয়েছে তাঁকে । এই ডান হাতি ব্যাটসম্যান ফিরলে দলের ভারসাম্য রক্ষা হবে বলে মনে করছেন ধোনি । তিনি বলেছেন, “ব্যাটিং বিভাগে ছন্দের অভাব রয়েছে । মন্থর শুরু ও চাপের মুখে রান রেট বাড়ছে । এই বিষয়গুলো কাটিয়ে উঠতে হবে । পরের ম্যাচে রায়ডু ফিরলে ব্যাটিং বিভাগে ভারসাম্য ফিরবে ।" ধোনির এই মন্তব্যে হাঁফ ছেড়েছে চেন্নাই সমর্থকরা । তার মানে 2 অক্টোবর আরও এক দক্ষিণী প্রতিদ্বন্দ্বী সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিরছেন ডান হাতি ।

এদিকে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, “আমরা দলের কয়েকজন মূল খেলোয়াড়কে পাচ্ছি না । এমন ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা করছি যাতে আমরা আরও বেশি নিজেদের প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে পারি । রায়ডু এবং রায়না ছাড়া আমরা ব্যাটসম্যানদের কীভাবে ব্যবহার করতে পারি তা খোঁজার চেষ্টা করছি ।"

ABOUT THE AUTHOR

...view details