আবু ধাবি, 7 নভেম্বর : 6 উইকেটে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ হেরে IPL থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তারপরই RCB সতীর্থদের উদ্দেশে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ এবারও খেতাব অধরা থাকলেও দল নিয়ে গর্বিত বিরাট ৷
এবারও অধরা ট্রফি, তবুও দল নিয়ে গর্বিত কোহলি - RCB
গতকাল এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে RCB-র খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছে ৷
কোরোনা প্যানডেমিক অনেক কিছু বদলে দিয়েছে ৷ মানুষের জীবনযাত্রায় বদল এসেছে ৷ আরব আমিরশাহীতে চলতি IPL-এও বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে৷ দেশের বাইরে IPL আয়োজিত হয়েছে ৷ প্রথমবার লিগ পর্ব থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের IPL ভাগ্যে কোনও পরিবর্তন নেই ৷ 13টি সংস্করণ ধরে ব্যর্থতা ছাড়া আর কিছুই জোটেনি ৷ গতকাল এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে RCB-র খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছে ৷ তারপরই সোশাল মিডিয়ায় দলের উদ্দেশে বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷
কোহলি লিখেছেন, "একসঙ্গে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলাম ৷ দল হিসেবে এই যাত্রাটা দারুণ ছিল ৷ হ্যাঁ, এটা ঠিক যে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি ৷ কিন্তু পুরো টিমের প্রতি গর্ব অনুভব করছি ৷ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ ৷ তোমাদের ভালোবাসা আমাদের শক্তিশালী করেছে ৷ শীঘ্রই দেখা হবে ৷"