পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে জস বাটলারকে পাচ্ছে না রয়্যালস শিবির - জস বাটলার

ইংল্যান্ডের সীমিত ওভারের এই ব্যাটসম্যান গত বৃহস্পতিবার দুবাইয়ে পৌঁছেছেন ।

Buttler
Buttler

By

Published : Sep 20, 2020, 8:47 PM IST

দুবাই, 20 সেপ্টেম্বর : কোয়ারানটিন পর্ব এখনও শেষ হয়নি । তাই চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে থাকছেন না ইংরেজ ব্যাটসম্যান জস বাটলার ।

ইংল্যান্ডের সীমিত ওভারের এই ব্যাটসম্যান গত বৃহস্পতিবার দুবাইয়ে পৌঁছেছেন । পরিবারের সঙ্গে কোয়ারানটিনে রয়েছেন তিনি । বাটলারের কোয়ারানটিন পর্ব শেষ হওয়ার আগেই 22 সেপ্টেম্বর CSK- এর বিরুদ্ধে নামছে রাজস্থান । এই বিষয়ে বাটলার বলেছেন, "IPL খেলার জন্য মুখিয়ে আছি । দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচ খেলতে পারব না । কারণ পরিবারের সঙ্গে কোয়ারানটিনে রয়েছি ।" দলের সঙ্গে এখনও যোগ দেননি বাটলারের জাতীয় দলের সতীর্থ বেন স্টোকস । এই বিষয়ে বাটলার বলেছেন, "আমার মনে হয় ও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে । আশা করি শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবে ।"

রাজস্থানের হয়ে ওপেনিং করতে চান বাটলার । তবে প্রয়োজন পড়লে যেকোনও জায়গায় ব্যাট করতে রাজি তিনি । বলেছেন, "টি -20 ফরম্যাটে ওপেন করতে ভালোবাসি । তবে যেকোনও পজিশনে ব্যাট করতে রাজি । কোচ ও ক্যাপ্টেন যেখানে বলবেন সেখানেই ব্যাট করতে রাজি ।"

ABOUT THE AUTHOR

...view details