পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের চার্টার্ড বিমানে আনারা পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজ়িগুলির - IPL Franchises

কোরোনার সংক্রমণ বাড়ায় দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ । তাই সেখানকার ক্রিকেটারদের চার্টার্ড বিমানে সংযুক্ত আমিরশাহিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে IPL-এর ফ্র্যাঞ্চাইজ়িগুলি ।

sa
sa

By

Published : Jul 31, 2020, 11:43 PM IST

দিল্লি , 31 জুলাই : IPl-এর সেরা তারকাদের অনেকেই দক্ষিণ আফ্রিকার । তা সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স হোক বা দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা । এছাড়াও রয়েছেন চেন্নাই সুপার কিংসের ফাফ দু প্লেসিস, মুম্বই ইন্ডিয়ান্সের কুইন্টন ডি ককরা । এদিকে কোরোনার সংক্রমণ বাড়তে থাকায় বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বিমান চলাচল বন্ধ । তাই IPL-এর দলগুলো তাঁদের চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যেতে চাইছে।

IPL-এর একটি ফ্র্যাঞ্চাইজ়ির এক কর্মকর্তা বলেন , "এই বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে । রবিবার IPL গভর্নিং কাউন্সিলের (GC) বৈঠক হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওযা হবে । সেই দিন BCCI ফ্র্যাঞ্চাইজ়ি গুলোকে লিগের 13 তম সংস্করণের রোডম্যাপ জানাবে ।

তিনি আরও বলেন , "আমরা জানি যে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা দেশের বাইরে যেতে পারছেন না । GC বৈঠকের পর আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করব । প্রাথমিকভাবে আমরা আলোচনা করেছি । আর বিষয়টা একটি বা দুটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে সীমাবদ্ধ নয় । প্রায় সব ফ্র্যাঞ্চাইজ়িতেই দক্ষিণ আফ্রিকার প্লেয়ার রয়েছে । তাঁদের সবাইকে চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হবে এবং ফ্র্যাঞ্চাইজ়িগুলো খরচ ভাগ করে নেবে । "

এই বিষয়ে আর এক ফ্র্যাঞ্চাইজ়ির কর্মকর্তা বলেন,"প্রতিটি ফ্র্যাঞ্চাইজ়ি একটি চার্টার্ড বিমান ভাড়া করার বদলে দক্ষিণ আফ্রিকার প্রত্যেক খেলোয়াড়কে একটি বিমানে সংযুক্ত আরব আমিরশাহিতে আনা যেতে পারে। এর ফলে খরচ যেমন কমবে তেমনই নিয়মের ঝক্কিও কম পোহাতে হবে । "

এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে সংযুক্ত আরব আমিরশাহিতে BCCI একটি দল পাঠাতে পারে । IPL-এর দলগুলো প্রাথমিকভাবে আবু ধাবি এবং দুবাইতে থাকতে চাইছে । কেউ শারজায় থাকতে আগ্রহী নয় ।

ABOUT THE AUTHOR

...view details