দুবাই, 29 সেপ্টেম্বর : আরও একটা সুপার ওভার, আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল 13 তম IPL । যেখানে সুপার ওভারের থ্রিলার শেষে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ম্যাচ জিতল রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর । সুপার ওভারে বুমরার বোলিং সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স এই প্রথম ম্যাচ হারল ।
মঙ্গলবারের ম্যাচের আগে পর্যন্ত IPL - এ যতগুলি সুপার ওভারে বুমরার হাতে বল তুলে দিয়েছেন রোহিত শর্মা, প্রতিটিতে শেষ হাসি হেসেছে ব্লু জার্সিধারীরা । 2017 সালের 29 এপ্রিল মুম্বই গুজরাত লায়ন্সকে সুপার ওভারে হারিয়েছিল । রাজকোটে সৌরষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সুপার ওভারে 11 রান তুলেছিল মুম্বই । জবাবে বুমরার বোলিংয়ের সামনে অ্যারন ফিঞ্চ, ব্রেন্ডন ম্যাককুলামরা ছয় রানের বেশি তুলতে পারেননি ।