পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মরুদেশে 41-এর গেইলের বিশ্বরেকর্ড, কুড়ি-বিশে হাঁকালেন হাজার ছক্কা - Chris Gayle becomes first player to score 1,000 sixes in T20 cricket

গেইলের টি-20 কেরিয়ারের মুকুটে জুড়ল আরও একটি পালক ।

মরুদেশে গেইলের বিশ্বরেকর্ড, কুড়ি-বিশে হাঁকালেন হাজার ছক্কা
মরুদেশে গেইলের বিশ্বরেকর্ড, কুড়ি-বিশে হাঁকালেন হাজার ছক্কা

By

Published : Oct 31, 2020, 12:54 PM IST

আবু ধাবি, 31 অক্টোবর : কুড়ি-বিশের ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার তিনি । চলতি IPL-এও সেই সুনাম বজায় রেখেছেন ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইল । শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর টি-20 কেরিয়ারে জুড়ল আরও একটি পালক । ক্ষুদ্রতম ফরম্যাটে এক হাজার ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন গেইল । বিশ্বের আর কোনও ক্রিকেটারের এই নজির নেই ।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গতকাল 63 বলে 99 রানের দুরন্ত ইনিংস খেলেন গেইল । আটটি ছয় ও ছয়টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস । তবে মাত্র 1 রানের জন্য সেঞ্চুরি মিস করে হতাশ হয়ে পড়েছিলেন গেইল । হতাশায় মাঠের মধ্যেই আছড়ে ফেলেন ব্যাট । শতরান হাতছাড়া হলেও মরুদেশে ততক্ষণে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি । শেখ জায়েদ স্টেডিয়ামে সাতটি ছক্কা হাঁকানোর সঙ্গেই হাজার ছক্কার রেকর্ড গড়ে ফেলেন । বর্তমানে টি-20 ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে 1001টি ছয় ।

41 বছর বয়সি গেইলের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন । দরাজ গলায় ক্যারিবিয়ান তারকার প্রশংসা করে টুইটে তিনি লেখেন, "41 বছরের একজনকে এখনই 99 রানের দারুণ ইনিংস খেলতে দেখলাম । এই পারফরম্যান্সের সঙ্গেই টি-20তে 1000টি ছয় হাঁকিয়েছেন তিনি । ক্রিস গেইল যে টি-20 ফরম্যাটে সর্বকালের সেরা ক্রিকেটার তা নিয়ে প্রশ্ন করার জায়গা নেই ।"

আরও পড়ুন:স্টোকস দাপটে ম্লান গেইল, পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল রাজস্থান

টি-20তে সর্বাধিক ছক্কার তালিকায় গেইলের পরই রয়েছেন কাইরন পোলার্ড । 524টি ম্যাচে তাঁর হাঁকানো ছয়ের সংখ্যা 690 । তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন কিউয়ি ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম । 370 টি ম্যাচে ম্যাককালামের হাঁকানো ছয়ের সংখ্যা 485 । প্রথম দশে একমাত্র ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা । 337টি ম্যাচে হিটম্যানের ছয়ের সংখ্যা 376 ।

ABOUT THE AUTHOR

...view details