আবু ধাবি, 31 অক্টোবর : কুড়ি-বিশের ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার তিনি । চলতি IPL-এও সেই সুনাম বজায় রেখেছেন ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইল । শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর টি-20 কেরিয়ারে জুড়ল আরও একটি পালক । ক্ষুদ্রতম ফরম্যাটে এক হাজার ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন গেইল । বিশ্বের আর কোনও ক্রিকেটারের এই নজির নেই ।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গতকাল 63 বলে 99 রানের দুরন্ত ইনিংস খেলেন গেইল । আটটি ছয় ও ছয়টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস । তবে মাত্র 1 রানের জন্য সেঞ্চুরি মিস করে হতাশ হয়ে পড়েছিলেন গেইল । হতাশায় মাঠের মধ্যেই আছড়ে ফেলেন ব্যাট । শতরান হাতছাড়া হলেও মরুদেশে ততক্ষণে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি । শেখ জায়েদ স্টেডিয়ামে সাতটি ছক্কা হাঁকানোর সঙ্গেই হাজার ছক্কার রেকর্ড গড়ে ফেলেন । বর্তমানে টি-20 ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে 1001টি ছয় ।