দুবাই, 6 অক্টোবর : 24 ঘণ্টার মধ্যে ভুবনেশ্বর কুমারের পরিবর্ত বেছে নিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ তাঁর জায়গায় এলেন 22 বছর বয়সি পেসার পৃথ্বীরাজ ইয়ারা ৷ উরুর চোটের কারণে এবারের IPL থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 19 তম ওভারে মাঠ থেকে বেরিয়ে যান তিনি ৷ তার আগে অবশ্য বল করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু পরে ফিজ়িওর নির্দেশে মাঠ ছাড়েন ৷
এই অভিজ্ঞ পেসারের পরিবর্ত 22 বছরের পৃথ্বীরাজ একেবারেই আনকোরা ৷ বাঁ হাতি পেসারের ঘরোয়া ক্রিকেটেও তেমন অভিজ্ঞতা নেই ৷ তবে 2017-18 মরশুমে তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে স্বপ্নের অভিষেক হয়েছিল তাঁর ৷ প্রথম ম্যাচেই সঠিক লাইন, লেন্থে বল করে ও গতির সাহায্যে দুই ইনিংসে ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন পৃথ্বীরাজ ৷ জুনিয়র পর্যায়ে অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি ৷ গতির সঙ্গে বৈচিত্র্যও রয়েছে পৃথ্বীরাজের বোলিংয়ে ৷