আবু ধাবি, 28 সেপ্টেম্বর : কম বয়সি অধিনায়ক, দলে তরুণ ক্রিকেটারের ছড়াছড়ি । তা সত্ত্বেও বড় বড় ক্রিকেট মস্তিষ্ককে ঘোল খাইয়ে IPL - এ নিজেদের প্রথম দু'টি ম্যাচই জিতে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দিল্লি ক্যাপিটালস । মঙ্গলবার তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ । তার আগে দলের সাফল্যের ক্রেডিট কোচ রিকি পন্টিংকে তুলে দিলেন লেগ স্পিনার অমিত মিশ্রা ।
"নিজের অভিজ্ঞতা দিয়ে দলে ইতিবাচক প্রভাব ফেলেছেন পন্টিং" - সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস
পন্টিংয়ের ব্যতিক্রমী ম্যান ম্যানেজমেন্ট স্কিলের প্রশংসা করার পাশাপাশি মিশ্রা বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পন্টিংয়ের অভিজ্ঞতা দলে অন্দরে এক অনন্য ইতিবাচক প্রভাব ফেলেছে ।
পন্টিংয়ের ব্যতিক্রমী ম্যান ম্যানেজমেন্ট স্কিলের প্রশংসা করার পাশাপাশি মিশ্রা বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পন্টিংয়ের অভিজ্ঞতা দলের অন্দরে এক অনন্য ইতিবাচক প্রভাব ফেলেছে । দিল্লির এই অভিজ্ঞ লেগির কথায়, “রিকি পন্টিং নিজে এত বছর ক্রিকেট খেলেছেন যে তিনি খেলোয়াড়ের মানসিকতা সম্পর্কে অবগত । জানেন কীভাবে, কখন ক্রিকেটারদের সঙ্গে কোন বিষয়ে কথা বলতে হবে । যা একটি গুরুত্বপূর্ণ কোচিং বৈশিষ্ট্য । কোনও খেলোয়াড় যদি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, রিকি তাদের এমন না হওয়ার কথা মনে করিয়ে দেন । কোনও খেলোয়াড়ের আত্মবিশ্বাসে ভাঁটা পড়লে তাঁকে কী বলে উদ্বুদ্ধ করতে হবে তা জানেন । তাঁর সম্পর্কে সর্বোত্তম বিষয় হল তিনি একজন ইতিবাচক বক্তা । তাঁকে কখনও কোনও নেতিবাচক কথা বলতে শুনিনি ।"
তিনি আরও বলেন, যখনই রিকির সঙ্গে বসে কোনও বিষয়ে কথা বলেছি তখন ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতা হয়েছে । তিনি তাঁর দলের খেলোয়াড়দের কতটা ভালোভাবে পরিচালনা করতে পারেন তা এতেই স্পষ্ট । তিনি খেলোয়াড়দের গতি প্রকৃতি বেশ ভালো জানেন ।"