লন্ডন, 3 জুন: মাঠে ফিরছে ক্রিকেট ৷ জুলাই মাসেই ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজ় দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের বল গড়ানো শুরু হবে ৷ ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে থ্রি লায়ন্সরা ৷
জুলাইতেই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, ঘোষিত ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ়ের সূচি - england cricket team
8 জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ় ৷ প্রথম ম্যাচ রয়েছে হ্যাম্পশায়ারে ৷ 16 জুলাই দ্বিতীয় ম্যাচটি হবে ওল্ড ট্র্যাফোর্ডে ৷
8 জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ় ৷ প্রথম ম্যাচ রয়েছে হ্যাম্পশায়ারে ৷ 16 জুলাই দ্বিতীয় ম্যাচটি হবে ওল্ড ট্র্যাফোর্ডে ৷ 24 জুলাই থেকে একই ভেনুতে তৃতীয় তথা সিরিজ়ের শেষ ম্যাচটি খেলা হবে ৷ চলবে 28 জুলাই পর্যন্ত ৷ ক্লোজ ডোর স্টেডিয়ামে খেলা ছাড়াও মাঠের মধ্যে সোশাল ডিসট্যান্সিংয়ের বিষয়টি মাথায় রাখতে হবে ক্রিকেটারদের ৷ সিরিজ় খেলার জন্য 9 জুন ইংল্যান্ড পৌঁছে যাবে ক্যারিবিয়ানরা ৷ তারপর ওল্ড ট্র্যাফোর্ডে তিন সপ্তাহের জন্য কোয়ারানটিনে রাখা হবে পুরো দলকে ৷
এই বিষয়ে ECB-র ডিরেক্টর স্টিভ এলওয়ার্দি বলেছেন, "স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত পরিবেশে খেলাই আমাদের মূল উদ্দেশ্য ৷ ক্রিকেট শুরু করার জন্য মুখিয়ে রয়েছি ৷ পাশাপাশি সরকার ও মেডিকেল টিমের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছি ৷ টেস্ট ম্যাচের দিনক্ষণ প্রস্তাব করেছি ৷ এখন শুধু সরকারের অনুমতির অপেক্ষা ৷" প্রসঙ্গত, মে মাসে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু কোরোনার জেরে সেই সফর স্থগিত হয়ে যায় ৷ সেই সিরিজ় দিয়েই 22 গজে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷