ক্রাইস্টচার্চ, 27 ফেব্রুয়ারি : প্রথম টেস্টে ব্যর্থ টিম ইন্ডিয়া ৷ শনিবার সিরিজ়ের দ্বিতীয় তথা শেষ টেস্টে ফের কিউয়িদের মুখোমুখি তারা ৷ তার আগে ফের খারাপ খবর ভারতের কাছে ৷ ওপেনার পৃথ্বী শ-র চোট ৷ ফলে শেষ ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ পরিবর্তে ক্রাইস্টচার্চেই অভিষেক হতে পারে শুভমন গিলের ৷
বৃহস্পতিবার অনুশীলনের সময় পৃথ্বীকে দেখা যায়নি ৷ তাঁর বাঁ পা ফুলে আছে ৷ ফলে চিন্তার ছাপ ভারতীয় টিম ম্যানেজম্যান্টের কপালে ৷ আজই পৃথ্বীর রক্ত পরীক্ষা করা হয়েছে বলে সূত্রের খবর ৷