পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঝুলনের চার, প্রোটিয়াদের হারিয়ে সিরিজ়ে ফিরল ভারত - দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল

দলের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী 4টি উইকেট নিয়েছেন ৷

প্রোটিয়াদের হারিয়ে সিরিজ়ে ফিরল ভারত
প্রোটিয়াদের হারিয়ে সিরিজ়ে ফিরল ভারত

By

Published : Mar 9, 2021, 4:43 PM IST

লখনউ, 9 মার্চ : একবছর পর 22 গজে নামার অভিজ্ঞতাটা সুখের হয়নি ৷ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ়ের প্রথম ম্যাচে হারতে হয়েছিল মিতালি রাজের দলকে ৷ কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে লড়াইয়ে ফিরল ভারত ৷ আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া মহিলাদের 9 উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে মিতালিরা ৷ জয়ে বড় অবদান রাখলেন বঙ্গ ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং স্মৃতি মান্ধানা ৷

আজ লখনউয়ের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ছিল ৷ প্রথম ম্যাচে হার হজম করতে হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দেশের মেয়েরা ৷ এই লক্ষ্যে বড় অবদান রাখলেন দলের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী ৷ 42 রান খরচ করে চারটি উইকেট তুলে নিলেন ঝুলন ৷ টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান মিতালি রাজ ৷ প্রথম ওভারের শেষ বলে ওপেনার লিজলি লি-কে এলবিডব্লিউ করেন ঝুলন ৷ শুরুতেই ধাক্কা খাওয়ায় সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা ৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ৷ ঝুলন ছাড়া তিনটি উইকেট নিয়েছেন বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় ৷ নির্ধারিত ওভারের অনেক আগেই মাত্র 157 রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেয় ভারত ৷ দুটি উইকেট নিয়েছেন ডান হাতি পেসার মানসী যোশি ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 49 রান করেন লারা গুডল ৷

আরও পড়ুন : নারী দিবসে সুখবর বোর্ডের, 7 বছর পর সাদা জার্সিতে নামবে ঝুলন-মিতালিরা

প্রতিপক্ষের দেওয়া স্বল্প রান তাড়া করতে গিয়ে ওপেনার জেমিমা রড্রিগেজের উইকেট হারালেও লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেয়নি ভারত ৷ অপর ওপেনার স্মৃতি মান্ধানা এবং পুনম রাউতের অপরাজিত 138 রানের পার্টনারশিপ দলকে লক্ষ্য়ে পৌঁছে দেয় ৷ স্মৃতির সংগ্রহ 64 বলে 80 রান ৷ 89 বলে 62 রান করেন পুনম রাউত ৷

ABOUT THE AUTHOR

...view details