পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জুলাইয়ে কোহলিদের লঙ্কা সফর অসম্ভব, জানাল BCCI - বিসিসিআই

জুলাইয়ে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে খুব একটা আশার আলো দেখছেন না ভারতীয় বোর্ডের আধিকারিকরা । বিষয়টি অসম্ভব বলেই মনে হচ্ছে BCCI-এর ।

Indias tour to Sri Lanka
Indias tour to Sri Lanka

By

Published : May 17, 2020, 9:16 PM IST

দিল্লি, 17 মে: প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় কোরোনা ভাইরাস খুব একটা থাবা বসাতে পারেনি । তা সত্ত্বেও জুলাইয়ে ভারতীয় দলকে শ্রীলঙ্কা সফরে সম্ভব নয় বলে মনে করছে BCCI । মধ্য জুলাইয়ে সীমিত ওভারের সিরিজ় খেলার জন্য দ্বীপরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথা ছিল কোহলি ব্রিগেডের । কিন্তু এই কোরোনা পরিস্থিতিতে সেই সম্ভাবনা শূন্য বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।

কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে আপাতত দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ডগুলি । তবে শ্রীলঙ্কায় সেই ভয় না থাকায় জুলাইয়ে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর স্থগিত না করার অনুরোধ জানিয়েছে মালিঙ্গার দেশের ক্রিকেট বোর্ড । তবে জুলাইয়ে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে খুব একটা আশার আলো দেখছেন না ভারতীয় বোর্ডের আধিকারিকরা । বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "শ্রীলঙ্কা সফর শুরু হতে এখনও দেরি রয়েছে । যদিও জুলাইয়ে ভারতীয় দল শ্রীলঙ্কা যেতে পারবে বলে মনে হয় না । বিষয়টি অসম্ভব বলেই মনে হচ্ছে । আগে তো পরিস্থিতি দেখতে হবে । তারপর দলের বেশ কিছু ক্রিকেটার মুম্বই ও বেঙ্গালুরুতে আটকে রয়েছে । দুটি শহরই এখন রেড জ়োনের আওতায় রয়েছে । বিরাট কোহলি, রোহিত শর্মারদের ছাড়া ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে বলে মনে হয় না । তাছাড়া দেশের বাইরে যাওয়ার অনুমতি পাওয়া যাবে কি না সেটাও বড় প্রশ্ন । তাই পরিস্থিতির দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনও উপায় নেই ।"

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঠানো ই-মেলে ক্রিকেটারদের সবরকম সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড । কোয়ারানটিন নিয়ম মেনে চলা থেকে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে বলে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details