পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিরিজ়ের মাঝপথেই দেশে ফিরতে পারেন কোহলি, অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত - টেস্ট সিরিজ়ের মাঝপথেই দেশে ফিরতে পারেন কোহলি

এদিকে বিরাটের সম্ভাব্য অনুপস্থিতিতে রোহিত শর্মাকে দলে পেতে চাইছে বোর্ড ৷

টেস্ট সিরিজ়ের মাঝপথেই দেশে ফিরতে পারেন কোহলি
টেস্ট সিরিজ়ের মাঝপথেই দেশে ফিরতে পারেন কোহলি

By

Published : Nov 8, 2020, 1:19 PM IST

মুম্বই, 8 নভেম্বর : বছর শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার লড়াই ৷ কিন্তু সেই লড়াইয়ে দলের অধিনায়ক তথা অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি হয়তো সম্পূর্ণভাবে পাবে না ভারতীয় দল ৷ সূত্রের খবর, শেষ দুটি অথবা তিনটি টেস্টে কোহলিকে ছাড়াই স্টিথ-ওয়ার্নারদের মোকাবিলা করতে হবে ভারতকে ৷ এমনকী মেলবোর্নের ঐতিহাসিক বক্সিং ডে টেস্টেও হয়তো থাকবেন না ক্যাপ্টেন কোহলি ৷

কারণটা সম্পূর্ণ ব্যক্তিগত ৷ জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা শর্মা ৷ সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান বিরাট ৷ তাই বক্সিং ডে টেস্টের আগেই দেশে ফিরে আসতে পারেন তিনি ৷ যদিও সিডনি ও ব্রিসবেনে শেষ দুটি টেস্টে বিরাটকে পাওয়ার একটা সম্ভাবনা ছিল ৷ কারণ 7 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট ৷ ব্রিসবেনের গাব্বায় শেষ টেস্ট শুরু হবে 15 জানুয়ারি থেকে ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোয়ারানটিন নিয়ম থাকায় সেটা সম্ভব নয় ৷ সন্তানের জন্মের পর অস্ট্রেলিয়ায় ফিরেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেত পারবেন না বিরাট ৷ এক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে শুধুমাত্র কোহলির জন্য কোয়ারানটিন নিয়মে ছাড় দেওয়ার অনুরোধ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড৷

এই বিষয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডে এক কর্তা জানিয়েছেন, "BCCI সবসময় ক্রিকেটারদের পরিবারকে প্রায়োরিটি দিয়ে এসেছে ৷ যদি অধিনায়ক পিতৃত্বকালীন ছুটি নিতে চান তাহলে হয়তো প্রথম একটি বা দুটি টেস্ট তিনি খেলতে পারবেন ৷" এক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়কের শেষ দুটি বা তিনটি টেস্ট মিস করার কারণ হবে কোয়ারানটিন নিয়ম ৷ তিনি বলেছেন, "স্বাভাবিক সময়ে সন্তানের জন্মের পরপরই বিরাট ফিরে এসে দলে যোগ দিতে পারতেন ৷ হয়তো একটা টেস্টে তাঁকে পাওয়া যেত না ৷ কিন্তু ফিরে এসে ব্রিসবেন টেস্ট খেলতে পারতেন ৷ কিন্তু 14 দিনের কোয়ারানটিন নিয়ম এখনও রয়েছে ৷ তাই এই পরিস্থিতিতে দেশে গিয়ে আবার ফিরে আসাটা কঠিন ৷"

এদিকে 11 নভেম্বর ভারতীয় দলের সঙ্গে রোহিত শর্মাকেও অস্ট্রেলিয়া পাঠাতে পারে BCCI ৷ যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আশা করা হচ্ছে টেস্ট সিরিজ় শুরুর আগেই সম্পূর্ণভাবে ফিট হয়ে উঠবেন রোহিত ৷ বিরাটের সম্ভাব্য অনুপস্থিতিতে টেস্ট সিরিজ়ে হিটম্যানকে দলে পেতে চাইছে বোর্ড ৷

ABOUT THE AUTHOR

...view details