মুম্বই, 12 জানুয়ারি : মহিলাদের আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল BCCI ৷ অধিনায়কের দায়িত্বে থাকছেন হরমনপ্রীত কউর ৷ দলে বাংলার একমাত্র প্রতিনিধি রিচা ঘোষ ৷
আগামী 21 ফ্রেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে মহিলাদের টি-20 বিশ্বকাপ ৷ আন্তর্জাতিক ম্যাচে ভালো খেলার সুফল পেলেন শেফালি বর্মা ৷ প্রথমবার ICC-র বড় ইভেন্টে সুযোগ পেলেন 15 বছর বয়সি হরিয়ানার এই স্কুলছাত্রী ৷
সম্প্রতি উইমেন চ্যালেঞ্জার ট্রফিতে 26 বলে 36 রানের ইনিংস খেলেছিলেন রিচা ঘোষ ৷ মেরেছিলেন চারটি চার ও একটি ছয় ৷ বছর ষোলোর রিচা ঘোষ বিশ্বকাপে পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি ৷
একনজরে মহিলা টি-20 বিশ্বকাপের ভারতীয় দল
হরমনপ্রীত কউর (অধিনায়ক) , স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে , পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি ৷