পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নারী দিবসে সুখবর বোর্ডের, 7 বছর পর সাদা জার্সিতে নামবে ঝুলন-মিতালিরা

লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলছে ভারত ৷ বছরখানেক পর 22 গজে প্রত্যাবর্তনটা অবশ্য সুখের হয়নি ৷

indian women cricket team will play a one-off Test match against england says bcci
indian women cricket team will play a one-off Test match against england says bcci

By

Published : Mar 8, 2021, 10:41 PM IST

মুম্বই, 8 মার্চ : শেষবার 2014 সালে টেস্ট খেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ সাতবছর পর ফের সাদা জার্সিতে মাঠে নামবেন মিতালি রাজ-ঝুলন গোস্বামীরা ৷ আন্তর্জাতিক নারী দিবসে এমনই বড় ঘোষণা করল বিসিসিআই ৷ টুইট করে জানালেন বোর্ড সচিব জয় শাহ ৷

লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলছে ভারত ৷ বছরখানেক পর 22 গজে প্রত্যাবর্তনটা অবশ্য সুখের হয়নি ৷ প্রোটিয়াদের কাছে হারতে হয়েছে ঝুলন-হনমনপ্রীতদের ৷ তবে আন্তর্জাতিক মহিলা দিবসে ভারতীয় ক্রিকেট বোর্ড যে বড় ঘোষণা করেছে তাতে খুশির হাওয়া বইছে ভারতীয় দলের ড্রেসিংরুমে ৷ বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, "আন্তর্জাতিক নারী দিবসে এমন একটা ঘোষণা করতে পেরে খুব ভালো লাগছে ৷ বছরের শেষদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ ওমেন ইন ব্লুদের ফের সাদা জার্সিতে দেখা যাবে ৷"

একমাত্র ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ ছাড়া বর্তমান মহিলা ক্রিকেট দলের সদস্যরা টেস্ট খেলায় অভিজ্ঞ নয় ৷ ঝুলন, মিতালি দুজনই 10টি করে টেস্ট খেলেছেন ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details