মুম্বই, 12 সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল ঘোষণা করা হল । দলে এসেছেন শুভমন গিল । বাদ পড়েছেন ওপেনার কে এল রাহুল । রাহুলের বদলে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনারের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে । এমনটাই ইঙ্গিত নির্বাচক প্রধান এম এস কে প্রসাদের । এদিকে দলে আছেন বাংলার কিপার ঋদ্ধিমান সাহা । দলে থাকলেও ঋদ্ধিমানের খেলার উপর রয়েছে প্রশ্নচিহ্ন । ক্যারিবিয়ান সফরেও দলে ছিলেন পাপালি । কিন্তু নবাগত ঋষভ পন্থকে সুযোগ দিতে বসিয়ে রাখা হয়েছিল ঋদ্ধিমানকে ।
2018 সালের জানুয়ারি থেকে 15টি টেস্ট গড়ে 20 রান করেছেন পাপালি । এর মধ্যে তিনি মাত্র দু'বার 50 এর বেশি স্কোর করতে সফল হন তিনি । এরপর তার দলে থাকা নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে । এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজ় থেকে তার বাদ পড়া একরকম নিশ্চিত ছিল । পরিবর্তে রোহিত শর্মাকে দিয়েই ওপেনিংয়ের চিন্তাভাবনা চলছিল । সেই পরিকল্পনাতেই সিলমোহর দিয়েছে নির্বাচকমণ্ডলী ।
কিপার হিসেবে ঋষভ পন্থের উপর ফের ভরসা রাখলেন নির্বাচকরা । ঘরের মাঠে চেনা পরিবেশে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে । এছাড়া দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে থাকছেন ঋদ্ধিমান সাহা । স্পিনারদের মধ্যে অশ্বীন, কুলদীপ ছাড়াও অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে রবীন্দ্র জাডেজাকে । পেস বোলারদের মধ্যে রয়েছেন মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ।