পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তালি-থালি বাজিয়ে সচিন-রানিদের "থ্যাঙ্ক ইউ"

বাড়ির ব্যালকনি থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের উদ্দেশে হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ তালি থেকে থালি বাজিয়ে সুরেশ রায়না, মহম্মদ কইফ, সুশীল কুমার, রানি রামপাল, সাইখম মীরাবাঈ চানুরাও এতে অংশ নিলেন

janata curfew
তালি আর থালি বাজিয়ে সচিন-রানিদের "থ্যাঙ্ক ইউ"

By

Published : Mar 22, 2020, 9:34 PM IST

Updated : Mar 22, 2020, 9:44 PM IST

মুম্বই, 22 মার্চ: প্রধানমন্ত্রীর ডাকে জনতা কারফিউ ব্যাপকভাবে সাড়া ফেলেছে গোটা দেশে ৷ মারণ ভাইরাসের মোকাবিলায় একজোট গোটা দেশ ৷ আর বিকেল পাঁচটা বাজতেই তালি বাজিয়ে জরুরি পরিষেবার সঙ্গে যু্ক্তদের ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ৷ ক্রীড়া জগতের তারকারাও এতে অংশ নিলেন ৷ বাড়ির ব্যালকনি থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের উদ্দেশে হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ তালি থেকে থালি বাজিয়ে সুরেশ রায়না, মহম্মদ কইফ, সুশীল কুমার, রানি রামপাল, সাইখম মীরাবাঈ চানুরাও এতে অংশ নিলেন ৷

বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে হাততালি দেওয়ার ভিডিয়ো টুইট করেন সচিন তেন্ডুলকর ৷ মাস্টার ব্লাস্টার বললেন, "ঘরে থেকেও আজ একজোট গোটা দেশ ৷ আমরা যখন ঘরে ছিলাম তখন অনেকে নিঃস্বার্থভাবে নিজেদের কাজ করে গিয়েছেন ৷ তাঁদের সকলকে ধন্যবাদ ৷ যে নিয়মানুবর্তিতা ও প্রতিশ্রুতি পালন করার ইচ্ছে আজ আমরা দেখিয়েছি তা যেন আগেও বজায় থাকে ৷"

প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ কইফ লিখলেন, "দেশকে কোরোনা মুক্ত করতে যে বা যাঁরা প্রয়াস চালাচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ ৷"

সুরেশ রায়নার টুইট, "গোটা দেশকে জনতা কারফিউয়ে সাড়া দিতে দেখে গর্ব অনুভব করছি ৷ ধন্যবাদ সেইসব ডাক্তার, নার্স, সেনা, সাপোর্ট স্টাফ, এয়ারপোর্ট স্টাফ সহ সকলকে যাঁরা এই কঠিন সময়ে নিরসলভাবে পরিশ্রম করে যাচ্ছেন ৷"

Last Updated : Mar 22, 2020, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details