মুম্বই, 22 মার্চ: প্রধানমন্ত্রীর ডাকে জনতা কারফিউ ব্যাপকভাবে সাড়া ফেলেছে গোটা দেশে ৷ মারণ ভাইরাসের মোকাবিলায় একজোট গোটা দেশ ৷ আর বিকেল পাঁচটা বাজতেই তালি বাজিয়ে জরুরি পরিষেবার সঙ্গে যু্ক্তদের ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ৷ ক্রীড়া জগতের তারকারাও এতে অংশ নিলেন ৷ বাড়ির ব্যালকনি থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের উদ্দেশে হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ তালি থেকে থালি বাজিয়ে সুরেশ রায়না, মহম্মদ কইফ, সুশীল কুমার, রানি রামপাল, সাইখম মীরাবাঈ চানুরাও এতে অংশ নিলেন ৷
বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে হাততালি দেওয়ার ভিডিয়ো টুইট করেন সচিন তেন্ডুলকর ৷ মাস্টার ব্লাস্টার বললেন, "ঘরে থেকেও আজ একজোট গোটা দেশ ৷ আমরা যখন ঘরে ছিলাম তখন অনেকে নিঃস্বার্থভাবে নিজেদের কাজ করে গিয়েছেন ৷ তাঁদের সকলকে ধন্যবাদ ৷ যে নিয়মানুবর্তিতা ও প্রতিশ্রুতি পালন করার ইচ্ছে আজ আমরা দেখিয়েছি তা যেন আগেও বজায় থাকে ৷"