পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাত্র চার দিনের ছুটি, 2 এপ্রিল আইপিএলের বায়ো-বাবলে ঢুকবেন ভারতীয় ক্রিকেটাররা - 2 এপ্রিল আইপিএলের বায়ো-বাবলে ঢুকবেন ভারতীয় ক্রিকেটাররা

বিসিসিআই এক বাবল থেকে অন্য বাবলে স্থানান্তরিত করার অনুমতি দিয়েছে ৷ তাই যে ক্রিকেটাররা ছুটি কাটাতে যাবেন না তাঁরা সরাসরি ফ্র্যাঞ্চাইজি দলের বায়ো বাবলে প্রবেশ করতে পারবেন ৷

আইপিএলের বায়ো-বাবলে ঢুকবেন ভারতীয় ক্রিকেটাররা
আইপিএলের বায়ো-বাবলে ঢুকবেন ভারতীয় ক্রিকেটাররা

By

Published : Mar 21, 2021, 5:54 PM IST

মুম্বই, 21 মার্চ : সারা বছর ঠাসা ক্রিয়াসূচি ৷ এই অভিযোগ বারবার তুলেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ কিন্তু তাতেও রেহাই নেই বিরাট, রোহিতদের ৷ গতকালই শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ় ৷ এরপর থ্রি লায়নসদের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ় খেলবে ভারতীয় দল ৷ সিরিজ়ের পর ক্রিকেটাররা হাতে পাবেন মাত্র 4দিন ৷ তারপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিতে হবে তাঁদের ৷

ভারতীয় দলের অনেক ক্রিকেটার গত বছর অগস্ট মাস থেকে বায়ো সিকিওর বাবলের মধ্যে আছেন ৷ সেই সব ক্রিকেটারদের মাত্র 4 দিনের জন্য বাবল ছেড়ে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে ৷ অর্থাৎ 28 মার্চ শেষ হচ্ছে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ় ৷ 4দিনের ছুটি কাটিয়ে 2 এপ্রিল তাঁদের ফিরতে হবে নিজের নিজের ফ্র্যাঞ্চাইজি দলের বায়ো বাবলে ৷ এছাড়া যাঁরা ছুটি কাটাতে যাবেন, তাঁদের আইপিএল 2021-এর জন্য বিসিসিআইয়ের ঠিক করা নিয়ম অনুযায়ী সাত দিনের কোয়ারানটিনে থাকতে হবে ৷

তবে বিসিসিআই এক বাবল থেকে অন্য বাবলে স্থানান্তরিত করার অনুমতি দিয়েছে ৷ তাই যে ক্রিকেটাররা ছুটি কাটাতে যাবেন না তাঁরা সরাসরি ফ্র্যাঞ্চাইজি দলের বায়ো বাবলে প্রবেশ করতে পারবেন ৷

আইপিএলের এসওপি প্রকাশ করে বিসিসিআই জানায়, ‘‘যে ক্রিকেটাররা ভারত-ইংল্যান্ড বায়ো বাবল থেকে আসবেন, তাঁদের সরাসরি ফ্র্যাঞ্চাইজি দলের বায়ো বাবলে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে ৷ তাঁদের এছাড়া তাঁদের আরটি-পিসিআর টেস্টও করতে হবে না ৷’’

আরও পড়ুন : শূন্য থেকে সিরিজ় সেরা, কোহলির বিরাট-গাথা

এছাড়া বিসিসিআইয়ের তরফে আরও বলা হয়েছে, লিগের সঙ্গে জড়িত সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় ৷ যদি কেউ পজ়িটিভ ধরা পড়েন, তাহলে তাঁকে স্বেচ্ছায় 10 দিনের কোয়ারানটিনে থাকতে হবে ৷ এছাড়া বিসিসিআই আলাদা করে নিরাপত্তারক্ষী নিয়োগ করছে, যারা কেউ বায়ো বাবল ভাঙছেন কিনা তা নজর রাখবেন ৷ ছবি সৌজন্যঃ- বিসিসিআই

ABOUT THE AUTHOR

...view details