মুম্বই, ২৬ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার ঠিক ১২ দিন পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে জোরালো প্রত্যাঘাত ভারতের। আজ ভোররাতে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা (IAF)। আর এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে উল্লাস ভারতে। পাশাপাশি সফল অভিযানের জন্য বায়ুসেনাকে স্যালুট জানাচ্ছে সবমহল। এবার বায়ুসেনার সাফল্যে শুভেচ্ছাবার্তা এল ক্রীড়ামহল থেকে।
পুলওয়ামা হামলার প্রত্যাঘাতের খবর শুনে টুইট করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি লেখেন, "ভারতীয় বায়ুসেনা দারুণ জবাব দিল।" সেই সঙ্গে টুইটে তিনি আরও লেখেন, "শুধর যাও ওয়ারনা শুধার দেঙ্গে।" টুইট করে ভারতীয় বায়ুসেনার সাফল্যকে সম্মান জানিয়েছেন বীরুর একসময়ের ওপেনিং পার্টনার গৌতম গম্ভীরও। "জয় হিন্দ" লিখে টুইট করেছেন গম্ভীর।