দিল্লি, 10 জানুয়ারি : খুব শীঘ্রই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ এমনই মত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর ৷ একটি TV চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ICC-র চার দিনের টেস্টের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে ধোনির সম্পর্কে এই মন্তব্য করেন শাস্ত্রী ৷
ICC-র চার দিনের টেস্টের প্রস্তাবকে ‘‘নির্বুদ্ধিতা’’ বলেও কটাক্ষ করেন তিনি ৷ সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘ আমি ধোনির সঙ্গে কথা বলেছি ৷ ও টেস্ট কেরিয়ারের ইতি টেনেছে, শীঘ্রই হয়ত একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকও অবসর নেবেন ধোনি, তাড়াতাড়িই ও একদিনের ক্রিকেট শেষ করবে ৷’’
রবি শাস্ত্রী (সৌজন্য - @RaviShastriOfc) যদিও আসন্ন টি-20 বিশ্বকাপে ধোনিকে প্রবল প্রতিদ্বন্দী বলেও দাবি করেন শাস্ত্রী ৷ ‘‘যদি তিনি IPL -এ ভালো খেলতে পারেন তাহলে বিশ্বকাপের জন্য ভালো প্রতিদ্বন্দী হতেই পারেন ধোনি,’’ এমনই মত ভারতীয় কোচের ৷
ভারতীয় দলের জার্সিতে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ম্যাচ খেলেছেন দু’বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ৷ ভারতের হয়ে 350টি একদিনের ম্যাচ, 90টি টেস্ট ও 98টি টি-20 ম্যাচ খেলেছেন মাহি ৷ উইকেটের পিছনে 829টি উইকেট নিয়েছেন তিনি ৷ কেরিয়ারে ভারত অধিনায়ক হিসাবে একটি একদিনের বিশ্বকাপ, একটি টি-20 বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন ধোনি ৷