পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অন্যরকম পুশ-আপ, ভিডিয়ো শেয়ার কোহলির - Virat Kohli

শারীরিক কসরতের একটি ভিডিয়ো টুইট করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিরাট ফ্লাইং ক্ল্যাপস পুশ-আপ করছেন ৷ তবে বিরাট এই পুশ-আপের জন্য সতীর্থ হার্দিক পাণ্ডিয়াকে কৃতিত্ব দিয়েছেন ৷

image
বিরাট কোহলি

By

Published : Jul 2, 2020, 10:20 PM IST

দিল্লি, 2জুলাই : কোরোনার কারণে আপাতত ক্রিকেট নেই,তাই বাড়িতেই শারীরিক কসরত সরছেনক্রিকেটাররা ৷ ব্যতিক্রম নয় ভারত অধিনায়ক বিরাট কোহলিও ৷ এমনিতেই ফিটনেস ফ্রিকবিরাট ৷ নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে তাঁর জুড়ি মেলা ভার ৷ এমনকী ভারতীয় দলেরজিমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান বিরাট ৷ খেলার মাঠে তাঁর ফিটনেস বারবার প্রতিফলিতহয় ৷

বৃহস্পতিবার তাঁর শারীরিক কসরতের একটি ভিডিয়ো টুইট করেন ভারতঅধিনায়ক বিরাট কোহলি ৷ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিরাট ফ্লাইং ক্ল্যাপস পুশ-আপকরছেন ৷ তবে বিরাট এই পুশ-আপের জন্য সতীর্থ হার্দিক পাণ্ডিয়াকে কৃতিত্ব দিয়েছেন ৷ইনস্টাগ্রামে হার্দিক তাঁর পুশ-আপের ভিডিয়ো পোস্ট করেছিলেন আগেই ৷

আরও পড়ুন :-IPLসম্ভবত বিদেশে,লড়াইয়েআছে শ্রীলঙ্কা ওUAE

বিরাট এদিন ভিডিয়োটি টুইট করে ক্যাপশনে লেখেন,‘‘ হে হার্দিক, তোমার ফ্লাইং পুশ-আপ আমার খুব পছন্দ হয়েছে ৷ আমি এতে আর একটু যোগ করলাম ৷ ’’ মার্চ থেকে কোরোনা ভাইরাস মহামারির জন্য কোনও ক্রিকেট ম্যাচ খেলেনি ভারত ৷ ভারতের শেষ সিরিজ় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ছিল ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা ভারতে খেলতে এলেও কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য সিরিজ় বাতিল করা হয় ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেন বিরাট ৷ কিন্তু কোরোনার প্রকোপে আপাতত সেটাও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ৷ তাই আপাতত ঘরের মধ্যেই কসরত করে শরীর চর্চা করছেন বিরাট কোহলি ৷

ABOUT THE AUTHOR

...view details