দিল্লি, 26 এপ্রিল: শিশুদের সুরক্ষার জন্য অর্থ সংগ্রহে উদ্যোগী হলেন লোকেশ রাহুল । 2019 বিশ্বকাপে তাঁর ব্যবহৃত ক্রিকেট সরঞ্জাম নিলামে তোলার জন্য দান করেছিলেন রাহুল । সেই নিলাম থেকে প্রায় 8 লাখ টাকার মতো উঠে এসেছে । সেই টাকা অ্যাওয়ার ফাউন্ডেশন নামে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে । এই সংস্থা দেশের গরিব শিশুদের কল্যাণে কাজ করে ।
ব্যাট, গ্লাভস, হেলমেট নিলামে তুলে শিশুদের জন্য অনুদান রাহুলের - কোভিড-19 প্যানডেমিক
নিলামে তুলেছিলেন ব্যাট, হেলমেট, প্যাড, গ্লাভস এবং ওয়ান ডে, টেস্ট ও টি-20-র জার্সি । 2 লাখ 64 হাজার 228 টাকায় বিক্রি হয়েছে রাহুলের ব্যাট ।
ব্যাট, হেলমেট, প্যাড, গ্লাভস এবং ওয়ান ডে, টেস্ট ও টি-20-র জার্সি নিলামে তোলা হয়েছিল । সবচেয়ে বেশি 2 লাখ 64 হাজার 228 টাকায় বিক্রি হয়েছে রাহুলের ব্যাট । বেশিরভাগ অর্থ এখান থেকেই উঠে এসেছে । হেলমেট বিক্রি হয়েছে 1 লাখ 22 হাজার 677 টাকায় । পাশাপাশি নিলামে তিনটি জার্সিই এক লাখের বেশি দামে বিক্রি হয়েছে । নিলামের জন্য রাহুল তাঁর ক্রিকেট সরঞ্জাম তুলে দিয়েছিলেন সেনার হাতে । তারাই নিলামের ব্যবস্থা করে প্রায় 8 লাখের মতো অর্থ জোগাড় করে অ্যাওয়ার ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছে ।
এই বিষয়ে রাহুল বলেন, "এই ফাউন্ডেশন শিশুদের জন্য কাজ করে । তাই ওদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছি ।"