পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দিন-রাতের টেস্ট শেষে হলে উপকৃত হত ভারত, মত সচিনের - প্রথমে দিন রাতের টেস্ট ম্যাচ

সচিন মনে করেন, 20 ওভার থেকে 50 ওভার ও পরে পাঁচদিনের ম্যাচে গেলে ভারতীয়রা ভালোভাবে মানিয়ে নিতে পারত ৷

সচিন তেন্ডুলকর
সচিন তেন্ডুলকর

By

Published : Dec 25, 2020, 10:23 PM IST

দিল্লি, 25 ডিসেম্বর : ভারতীয় ক্রিকেটারদের লাল বল থেকে গোলাপি বলে খেলাটা সহজ হত ৷ এমনটাই মত সচিন তেন্ডুলকরের ৷ যদি দিন-রাতের টেস্ট ম্যাচটি সিরিজ়ের শেষে হত, তাহলে ভারতের এত খারাপ ফলাফল হত না বলে মত মাস্টার ব্লাস্টারের ৷

তেন্ডুলকরের মতে যেহেতু 10 নভেম্বর আইপিএল শেষ হয়েছে, তাই অজ়িদের বিরুদ্ধে প্রথমে টি-20 সিরিজ় খেলা উচিত ছিল ভারতীয়দের ৷ তারপরে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজ় ৷

তেন্ডুলকর বলেন, ‘‘ আমার মনে হয়, প্রথম টেস্টে ভারত কিছুটা উদ্বেগে ছিল ৷ কারণ আমরা অ্যাডেলিডের আগে শেষ টেস্টটি ফেব্রুয়ারিতে খেলেছিলাম এবং তার পর কোনও ক্রিকেট খেলা হয়নি (কোভিড -19-এর কারণে ) ৷ সবাই আইপিএলে মনোনিবেশ করেছিল ৷ এবং এটি ছিল টি-20 ফর্ম্যাটে ৷’’

সচিন মনে করেন, 20 ওভার থেকে 50 ওভার ও পরে পাঁচদিনের ম্যাচে গেলে ভারতীয়রা ভালোভাবে মানিয়ে নিতে পারত ৷

তিনি বলেন, ‘‘আমার মতে, আদর্শ পরিবর্তনটি হত, যদি তুমি আইপিএল খেলে অস্ট্রেলিয়া যাও, সেখানে প্রথমে টি-20, ওয়ানডে ও তারপর টেস্ট খেলা ৷ এবং শেষ ম্যাচটি গোলাপি বলে দিন-রাতের টেস্ট ৷ কারণ এই গোলাপি বলে ভারতীয়রা বেশি খেলেনি ৷’’

কিন্তু অন্যদিকে ভারতীয় বোর্ড সিরিজ়ের প্রথম ম্যাচই দিনরাতের টেস্ট খেলতে রাজি হয়ে যায় ৷ সেই ম্যাচে প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে 8 উইকেটে হারতে হয় ভারতকে ৷ কোহলির দল মাত্র 36 রানেই অলআউট হয়ে যায় ৷ যা শেষ 88 বছরের ক্রিকেট ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর ৷

কোহলির ছেলেরা তাঁদের প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে ৷ ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ অনায়াসেই জেতে কোহলি ব্রিগেড ৷

ABOUT THE AUTHOR

...view details