পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্যারিবিয়ান ক্যলিপসো থামিয়ে সিরিজ় জয় ভারতের - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ ইনিংসের প্রথম থেকেই ঝড় উঠল ওয়াংখেড়ে জুড়ে ৷ তবে এই ঝড় ক্যালিপসো ঝড় না, এটা রোহিত, রাহল ও বিরাটের কালবৈশাখি ৷ আর সেই ঝড় ওয়াংখেড়ের দর্শক উপভোগ করল পুরোমাত্রায় ৷ নির্ধারিত 20 ওভার শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 240 রান ৷ যা আন্তর্জাতিক T20 - তে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর ৷

image
ভারতের জয়

By

Published : Dec 11, 2019, 11:33 PM IST

Updated : Dec 12, 2019, 12:01 AM IST

মুম্বই, 11 নভেম্বর : 2016 সালে T20 বিশ্বকাপের সেমিফাইনাল ৷ এই ওয়াংখেড়েতেই হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম কোহলির ৷ সেবার ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ় বিশ্বকাপ ঘরে তোলে ৷ আর আজ তিন ম্যাচের T20 সিরিজ়ের নির্ণায়ক ম্যাচে সেই ওয়েস্ট ইন্ডিজকেই 67 রানে হারিয়ে ট্রফি ঘরে তুলল মেন ইন ব্লুরা ৷ এই নিয়ে ঘরের মাঠে পরপর তিনটি T20 সিরিজ়ে জয় পেল ভারত ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ ইনিংসের প্রথম থেকেই ঝড় উঠল ওয়াংখেড়ে জুড়ে ৷ তবে এই ঝড় ক্যালিপসো ঝড় না, এটা রোহিত, রাহল ও বিরাটের কালবৈশাখি ৷ আর সেই ঝড় ওয়াংখেড়ের দর্শক উপভোগ করল পুরোমাত্রায় ৷ নির্ধারিত 20 ওভার শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 240 রান ৷ যা আন্তর্জাতিক T20 - তে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর ৷ তবে এদিন মঞ্চ পেয়েও ফের তা হেলায় হারালেন ঋষভ পন্থ ৷ রানের গতি বাড়াতে তিন নম্বরে তাঁকে নামান অধিনায়ক কোহলি ৷ কিন্তু খাতা খোলার আগেই পোলার্ডের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতীয় উইকেটরক্ষক ৷

দুরন্ত বিরাট

ভারতের বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবিয়ান ইনিংস ৷ ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসে প্রথম ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার ৷ দলের 12 রানের মাথায় ওপেনার ব্রেন্ডন কিংকে ফেরত পাঠান তিনি ৷ বেশিক্ষণ থিতু হতে পারেননি সিমন্সও ৷ শামির বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের হাল ধরেন শিমরন হেটমেয়ার ৷ কিন্তু ব্যক্তিগত 41 রানের মাথায় তাঁকে প্যাভিলিয়নের রাস্তা ধরান কুলদীপ যাদব ৷ তবে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক পোলার্ড ৷ দলের হয়ে সর্বোচ্চ 68 রানের ইনিংস খেলেন তিনি ৷ যদিও তাঁকেও ফিরিয়ে দেন কুলদীপ ৷ বহুদিন পরে প্রথম একাদশে ফিরে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন চায়নাম্যান বোলার ৷ পোলার্ড আউট হতেই শেষ হয় ক্যারিবিয়ানদের যাবতীয় প্রতিরোধ ৷ 173 রানেই থামে ক্যারিবিয়ান ক্যালিপসো ৷

চেষ্টা করলেন হেটমেয়ার


তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে T20 সিরিজ় জয়ের দিনই ওয়ান ডে-র জন্য ভারতীয় দল ঘোষণা করেন জাতীয় নির্বাচকরা ৷ দলে নতুন মুখ ময়ঙ্ক আগরওয়াল ও শিবম দুবে ৷ T20-তে ট্রফি জয়ের আনন্দ সরিয়ে 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজ়ের দিকেই মনোনিবেশ করতে চাইবে টিম কোহলি ৷

ফর্মে ফেরার ইঙ্গিত কুলদীপের
Last Updated : Dec 12, 2019, 12:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details