লিডস, 6 জুলাই : লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 39 বল বাকি থাকতেই 7 উইকেটে জিতে যায় ভারত । জয়ের জন্য শ্রীলঙ্কা ভারতের সামনে 265 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল । অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 264 তোলে তারা । সেই রান তাড়া করতে নেমে ভারতীয় ওপেনারদের জোড়া সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় ভারত ।
ওপেনারদের জোড়া সেঞ্চুরিতে সহজ জয় ভারতের - Kuldeep Yadav
বিশ্বকাপে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা । দলে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব । বিশ্রামে শামি ।
ভারত বনাম শ্রীলঙ্কা
বিস্তারিত আসছে ...
Last Updated : Jul 6, 2019, 10:53 PM IST