পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রেকর্ডের ছড়াছড়ি ; শামি-জাডেজার দাপটে জিতল ভারত

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারাল ভারত ৷ এই টেস্টে হল একাধিক রেকর্ড ৷ দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা ৷

জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস

By

Published : Oct 6, 2019, 2:14 PM IST

Updated : Oct 6, 2019, 2:44 PM IST

বিশাখাপটনম, 6 অক্টোবর : একাধিক রেকর্ড ৷ ব্যাটে রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়ালদের দাপট ৷ আর বোলিংয়ে শামি, অশ্বিন আর জাডেজার জাদু ৷ সবমিলিয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারাল ভারত ৷ ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা ৷

আজ এক উইকেটে 11 রান নিয়ে খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান এডেন মার্করাম এবং টি বি ব্রুন ৷ দিনের দ্বিতীয় ওভারেই রবিচন্দ্রন অশ্বিন ফেরান ব্রুনকে ৷ এরপর শুরু হয় মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজার দাপট ৷ শামির বল বুঝতে না পেরে বোল্ড হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু'প্লেসি ৷ আর প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী কুইন্টন ডি'ককও শামির বলে বোল্ড হয়ে শূন্য রানে প্যাভেলিয়নে ফেরেন ৷ ইনিংসের 27তম ওভারে জাডেজা এক ওভারে নেন তিন উইকেট ৷ 70 রানে 8 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা ৷

সেইসময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার হার শুধু সময়ের অপেক্ষা ৷ তখনই প্রতিরোধ গড়েন সেনুরান মুথুস্বামী এবং ডেন পিদেত ৷ দু'জনে নবম উইকেটে 91 রান যোগ করেন ৷ শেষপর্যন্ত তাঁদের জুটি ভাঙেন শামি ৷ পিদেতকে বোল্ড করেন ৷ শেষ উইকেটে 30 রান যোগের পর শামির বলে আউট হন কাগিসো রাবাডা ৷ 191 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ৷ ভারত জিতল 203 রানে ৷ আর এই ম্যাচ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 160 পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই রইল ভারত ৷

দক্ষিণ আফ্রিকার উইকেট পতনের পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস

দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন শামি ৷ চারটি উইকেট নিয়েছেন জাডেজা ৷ আর অশ্বিন নিয়েছেন এক উইকেট ৷ সবমিলিয়ে এই ম্যাচে অশ্বিন নিয়েছেন 8 উইকেট ৷

এই টেস্টে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে ৷ তার মধ্যে টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে একাধিক রেকর্ড করেছেন রোহিত শর্মা ৷ একটি টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়লেন ৷ দুই ইনিংসে 13টি ছয় মেরেছেন ৷ এর আগে এক টেস্টে সর্বাধিক 12টি ছয় মারার রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আক্রমের দখলে ৷ টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন রোহিত ৷ ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে প্রথম টেস্টে সর্বাধিক রানের রেকর্ডও এল এই মুম্বইকরের দখলে ৷ এই টেস্টে দুই ইনিংস মিলে করলেন 303 রান ৷ এর আগে ওপেনার হিসেবে প্রথম টেস্টে সর্বাধিক রান ছিল অস্ট্রেলিয়ার কেপার ওসেলসের ৷ 182-83 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 208 রান করেছিলেন তিনি ৷

এই সংক্রান্ত খবর : রোহিতের ব্যাটে রেকর্ডের ফুলঝুড়ি

ভারতীয় স্পিন জুটি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাও বিশ্বরেকর্ড করলেন ৷ বাঁ হাতি বোলার হিসেবে সবচেয়ে কম ম্যাচে 200 উইকেট নেওয়ার রেকর্ড করলেন জাডেজা ৷ 44টি ম্যাচে 200টি উইকেট নিয়েছেন তিনি ৷ অন্যদিকে, বিশ্বের দ্রুততম 350 উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অশ্বিন ৷ শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরনের সঙ্গে একাসনে বসলেন ৷ দু'জনেই 66 তম ম্যাচে 350 উইকেট নিয়েছেন ৷

এই সংক্রান্ত খবর : রো'হিট'-এর সুপারহিট ইনিংস, অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে প্রথম টেস্টে অ্যাডভান্টেজ ভারত

এছাড়াও একটি টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল ৷ দুই দলের ক্রিকেটাররা মোট 37টি ছয় মারলেন ৷ এর আগে 2014 সালে নিউজ়িল্যান্ড ও পাকিস্তানের ম্যাচে মোট 35টি ছয় মেরেছিলেন ব্যাটসম্যানরা ৷

Last Updated : Oct 6, 2019, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details