পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দিন-রাতের টেস্ট দিয়ে বর্ডার গাভাসকর সিরিজ় শুরু করবে ভারত - গোলাপী বলের দিন রাতের টেস্ট

ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হতে চলেছে টি-20 সিরিজ় দিয়ে ৷ সম্ভবত 27 নভেম্বর থেকে শুরু হতে পারে টি-20 সিরিজ় ৷ ওয়ানডে সিরিজ় শুরু হতে পারে 4 ডিসেম্বর থেকে ৷

Border Gavaskar series
Border Gavaskar series

By

Published : Oct 7, 2020, 4:04 PM IST

দিল্লি, 7 অক্টোবর : অস্ট্রেলিয়া সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত ৷ আর টেস্ট সিরিজ়ের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ প্রকাশিত সূচি অনুয়ায়ী, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচটি দিন রাতের হবে ৷ এটাই হবে বিদেশের মাটিতে বিরাটদের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷

দিন-রাতের এই ম্যাচটি হবে 17 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত অ্যাডিলেড ওভালে ৷ বাকি তিনটি ম্যাচ হবে মেলবোর্ন (26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর), সিডনি ( 7 জানুয়ারি থেকে 11 জানুয়ারি) ও ব্রিসবেনে ( 15 জানুয়ারি থেকে 19 জানুয়ারি) ৷ তিনটি টেস্ট ম্যাচের আগে হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-20 ম্যাচ ৷ যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত সংক্ষিপ্ত ফর্ম্যাটের সূচি ঘোষণা করেনি ৷

আরও পড়ুন :- ধোনির প্রথম বিকল্প পন্থ, মত লারার

2018-19-এ বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখে ভারত ৷ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট সিরিজ়ে 2-1 ব্যবধানে হারায় বিরাট বাহিনী ৷ ওয়ানডে সিরিজ়ও যেতে ভারত ৷ যদিও টি-20 সিরিজ় 1-1-এ ড্র হয় ৷

অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর ক্রিকেটাদের কোয়ারানটিনে থাকতে হবে ৷ তারপর তাদের বায়ো-সিকিওর পরিবেশে রাখা হবে ৷ ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হতে চলেছে টি-20 সিরিজ় দিয়ে ৷ সম্ভবত 27 নভেম্বর থেকে শুরু হতে পারে টি-20 সিরিজ় ৷ ওয়ানডে সিরিজ় শুরু হতে পারে 4 ডিসেম্বর থেকে ৷ যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এখনও পর্যন্ত কোনও সূচি জানানো হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details