কলকাতা, 29 জানুয়ারি : ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সরফের পর, ভারতীয় ক্রিকেট দলও ইংল্যান্ড পাড়ি দেবে । চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বর মাসে ভারতীয় দল ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে যাবে । সেখানে ভারতীয় দলের সঙ্গে ভারতীয়-এ দলও ইংল্যান্ড সফরে যাবে । সিরিজ় শুরুর প্রাক্কালে ভারতীয় দল, ভারতীয় এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে । চার দিনের এই প্রস্তুতি ম্যাচের কোনও সঠিক দিন নির্ধারণ হয়নি । তবে নটহ্যাম্পটনশারের কানট্রি গ্রাউন্ডে জুলাই মাসে এই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ।
নটহ্যাম্পটনশারের কানট্রি ক্রিকেট ক্লাবের তরফ থেকে জানা গেছে, ভারত এবং ভারতীয় এ দল এই মাঠে খেলবে । এই মাঠে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের খেলতে দেখা যাবে । তাঁরা আরও বলেন, বিরাটের ভারত অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাাচ সিরিজ় খেলার আগে, একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে । চিত্তাকর্ষক একটি ম্যাচের অপেক্ষায় ক্লাব । এরপর 28 জুলাই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে লেইসেস্টারশারে ।