সিডনি, 6 ডিসেম্বর : কনকাশন পরিবর্ত নিয়ে সরগরম ভারত-অস্ট্রেলিয়া টি-20 সিরিজ় । যাঁকে নিয়ে এত বিতর্ক সেই রবীন্দ্র জাদেজা বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন । ফলে জয় দিয়ে সিরিজ় শুরুর আনন্দের মাঝেই জোর ঝটকা খেয়েছে ভারতীয় শিবির । জাড্ডুর মতো অলরাউন্ডার দলের শক্তি । রবিবাসরীয় সিডনিতে তাঁকে ছাড়াই সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে নামতে হবে কোহলিদের ।
কনকাশন পরিবর্ত হিসেবে নেমে বাজিমাত করেছেন যুজবেন্দ্র চহাল । নির্ধারিত চার ওভারে 25 রান দিয়ে তুলেছেন তিনটি উইকেট । সীমিত ওভারে খেল দেখাচ্ছেন তামিলনাড়ুর পেসার টি নটরাজনও । ইয়র্কার কিং হিসেবে পরিচিত নটরাজনও তুলে নেন তিনটি উইকেট । এতে ফিঞ্চদের 150 রানে আটকে দিতে সমস্যা হয়নি কোহলিদের ।
প্রথম ম্যাচে ভারতের মিডল অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন হেনরিকস, অ্যাডাম জাম্পারা । শিখর ধাওয়ান, মণীশ পাণ্ডে, বিরাট কোহলিরা যখন একে একে ফিরে যাচ্ছিলেন তখন লোয়ার মিডল অর্ডারে দলের হাল ধরেন জাদেজা । সাত নম্বরে নেমে 23 বলে 44 রানের ইনিংস খেলেন । যেখানে 140 রান তোলা দুষ্কর মনে হচ্ছিল সেখানে ভারতের স্কোরবোর্ডে যোগ হয় 160 রান । আজ সিডনিতে লোয়ার অর্ডারে তাঁর অভাব বোধ করবেন কোহলিরা । তবে অধিনায়কের ভরসার জায়গায় রয়েছেন লোকেশ রাহুল । শুক্রবার ওপেনিংয়ে নেমে 40 বলে 51 রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রাহুল ।