পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শ্রেয়স, পন্থের ব্যাটে ভর করে 287 রান ভারতের - ওয়েস্ট ইন্ডিজ়

রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 287 রান বোর্ডে তোলে ভারত ৷ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের 288 রান প্রয়োজন ৷

image
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়

By

Published : Dec 15, 2019, 6:07 PM IST

Updated : Dec 15, 2019, 6:45 PM IST

চেন্নাই, 15 ডিসেম্বর : T-20 সিরিজ়ে দাপুটে জয় ৷ এবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ানডে চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার ৷ চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে পোলার্ড বাহিনীর মুখোমুখি টিম কোহলি ৷ রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 287 রান বোর্ডে তোলে ভারত ৷


আজ একদিনের ম্যাচে ফিরলেন কুলদীপ যাদব ৷ চেন্নাইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল শিবম দুবের ৷

T-20 সিরিজ়ের পর একদিনের ম্যাচেও ফের ওপেনিংয়ে ফিরলেন রোহিত-রাহুল জুটি ৷ যদিও শুরুতেই লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া ৷ সেখান থেকে ইনিংসের হাল ধরেন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার ৷ ব্যক্তিগত 36 রানে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন হিটম্যান ৷ তবে রোহিত ফিরলেও পন্থকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স ৷ ব্যক্তিগত 70 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স ৷ 71 রান করেন ঋষভ পন্থ ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের 114 রানের পার্টনারশিপে ভর করে লড়াকু স্কোরে পৌঁছায় ভারত ৷

চেন্নাইয়ে প্রথম ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ঋষভ ৷ শেষ কয়েকটি সিরিজ়ে অফ কালার ছিলেন তিনি ৷ তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথাও উঠে ৷ তবে আজ সমালোচকদের জবাব দিলেন তিনি ৷ শেষ দিকে 35 বলে 40 রানের ইনিংস খেলেন কেদার যাদব ৷ জয়ের জন্য ক্যারিবিয়ানদের দরকার 288 রান ৷

Last Updated : Dec 15, 2019, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details