পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা 10 সিরিজ় জয়ই আজ লক্ষ্য কোহলিদের - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ়ের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা 10টি দ্বিপাক্ষিক সিরিজ় জয়ই লক্ষ্য টিম কোহলির ৷ অন্যদিকে শেষ ম্যাচ জিতে 13 বছর পর ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় জয় করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ় ৷

image
টিম ইন্ডিয়া

By

Published : Dec 21, 2019, 11:48 PM IST

কটক, 22 ডিসেম্বর : রবিবার সিরিজ়ের শেষ তথা নির্ণায়ক ম্যাচে কটকের বারাবাটি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ় ৷ রবিবার ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা 10টি দ্বিপাক্ষিক সিরিজ় জয় করবে ভারত ৷

ভারতের বিরুদ্ধে দুরন্ত সিরিজ় শুরু করে পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ় ৷ টি-20 সিরিজ়ে হারলেও প্রথম ম্যাচে ভারতকে 8 উইকেটে হারায় ক্যারিবিয়ানরা ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই বাউন্স ব্যাক করে ভারত ৷ 107 রানের বিশাল ব্যবধানে পোলার্ড বাহিনীকে হারায় টিম কোহলি ৷ অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে ফিরলেও ভারতের প্রথম দিকের ব্যাটসম্যানরা দুরন্ত খেলেন ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেন ৷ শেষের দিকে টি-20-র ধাঁচে ব্যাটিং করেন শ্রেয়স ও ঋষভ ৷ দুরন্ত বোলিং করেন কুলদীপ, শামিরা ৷ হ্যাটট্রিক করেন কুলদীপ৷ অন্যদিকে ফের ক্যারিবিয়ান ব্যাটিংয়ের হাল ধরেন শাই হোপ ৷ যদিও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না ৷

দুরন্ত কুলদীপ

শেষ ম্যাচে ভারতের একমাত্র উদ্বেগের কারণ ফিল্ডিং ৷ শেষ কয়েক বছরে ফিল্ডিংয়ের যে মাত্রা টিম কোহলি সেট করেছে এই সিরিজ়ে বিরাট, লোকেশরা তাঁর ধারেকাছেও পৌঁছাতে পারেনি ৷ যদিও শ্রেয়সের দুরন্ত থ্রোয়ে ফিরতে হয় আগের ম্যাচের নায়ক শিমরন হেটমেয়ারকে ৷ অন্যদিকে নিকোলাস পূরান ও শাই হোপের ক্যাচ ফসকায় ভারতীয় ফিল্ডাররা ৷

রানআউট হেটমেয়ার

পিচ কিউরেটরের কথা অনুযায়ী বারাবাটি স্টেডিয়ামেও দেখা যেতে পারে রানের ফুলঝুড়ি ৷ প্রথম ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শাই হোপ ও শিমরন হেটমেয়ারের বাম হাতি ও ডান হাতি কম্বিনেশন ভারতের থেকে ম্যাচ বের করে নিয়ে যায় ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে হেটমেয়ার রান আউট না হলে ম্যাচের ফল অন্য কিছু হতেই পারত ৷

মরিয়া চেষ্টা ওয়েস্ট ইন্ডিজ়ের

শেষ ম্যাচ জিতে 13 বছর পর ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় জয় করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে টিম কোহলি ম্যাচ জিতে বছরটা দুরন্ত ভাবে শেষ করতে চাইবে ৷ দুই বছর আগে বারাবাটিতে শেষ একদিনের ম্যাচটি খেলা হয় ৷ সেবার স্কোরবোর্ডে 382 রান তুলেও মাত্র 15 রানে ইংল্যান্ডকে হারায় ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details