পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মরণ-বাঁচন ম্যাচে শার্দুল ঠাকুর হতে পারেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস - ভারত

বিশাখাপটনমে সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় ৷ সিরিজ়ে সমতা ফেরাতে মরিয়া মেন ইন ব্লুরা ৷ দলে ফিরতে পারেন শার্দুল ঠাকুর ৷

image
টিম ইন্ডিয়া

By

Published : Dec 17, 2019, 8:22 PM IST

বিশাখাপটনম, 17 ডিসেম্বর : ভারতের মাটিতে এসে ভারতকে হারানো সহজ নয় ৷ চেন্নাইয়ে সিরিজ়ের প্রথম ম্যাচে জিতে সেই পথে এককদম এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ় ৷ আপাতত 3 ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা ৷ বিশাখাপটনমে জয় পেলেই সিরিজ় দখল করবে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ় ৷

বুধবার বিশাখাপটনমে সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় ৷ সিরিজ়ে সমতায় ফেরাতে মরিয়া মেন ইন ব্লুরা ৷ একদিনের ম্যাচে শেষ কয়েক বছর ঘরের মাঠে দুরন্ত ভারত ৷ তাই ব়্যাঙ্কিংয়ে তাদের থেকে 7 ধাপ পিছিয়ে থাকা দলের হাতে সিরিজ় খোয়াতে চাইবে না টিম কোহলি ৷

চেন্নাই ম্যাচে পরিষ্কার হয়ে গেছে যে মাঠের মধ্যে ভারতীয় দলের ভারসম্য সঠিক ছিল না ৷ পঞ্চম বোলারের অভাবে ভুগেছে ভারত ৷ বিশাখাপটনমে ব্যাটিং সহায়ক উইকেটে তাই একজন অতিরিক্ত বোলার নিয়ে নামতে চাইবে টিম ম্যানেজমেন্ট ৷ সেক্ষেত্রে বসতে হতে পারে শিবম দুবেকে ৷ দলে আসতে পারেন শার্দুল ঠাকুর ৷ আরও একটি দিকে নজর দিতে চাইবে ভারত ৷ শেষ কয়েকটি ম্যাচে ফিল্ডিং ভুগিয়েছে ভারতকে ৷ কয়েকটি সহজ ক্যাচ ফসকেছেন ভারতীয় ফিল্ডাররা ৷

বিশাখাপটনমে ম্যাচ জিততে মরিয়া টিম কোহলি ৷ দলে ভারসাম্য আনতে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত ৷

একনজরে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ :-

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর/শিবম দুবে, মহম্মদ শামি, ও কুলদীপ যাদব ৷

ABOUT THE AUTHOR

...view details