মোহালি, 18 সেপ্টেম্বর : ফের সমহিমায় রান মেশিন । এলেন, রান করলেন, দলকে জেতালেন । বিশ্বকাপ থেকে তাঁর ধারাবাহিক রেখচিত্র নিয়ে প্রশ্ন উঠছিল । কিন্তু মোহালির পিচে বিরাট কোহলির বুঝিয়ে দিলেন তিনি সব বিতর্কের ঊর্ধ্বে । তাঁর 52 বলের 72 রানের অধিনায়কচিত ইনিংস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দলকে শুধু জয়ই এনে দিল না, বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগে টিম ম্যানেজমেন্টকে ভরসা জোগালেন । আর বিশ্বকাপের মঞ্চ থেকে আহত হয়ে ফিরে আসা শিখর ধওয়ান বুঝিয়ে দিলেন তিনিও তৈরি ।
আজ টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান কোহলি । ডি'ককের 37 বলে 52 রানের ইনিংস ছাড়া নবাগত তেম্বা বাভুমার 49 -ই কেবল বলার মতো স্কোর । আজ প্রথম পরীক্ষাটা ছিল ভারতীয় বোলিং আক্রমণের । কার্যত দ্বিতীয় পর্যায়ের বোলিং আক্রমণ নিয়েই আজ মাঠে নেমেছিলেন কোহলি-রোহিতরা । ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, নবদীপ সাইনি -দের দেখে নেওয়ার দরকার ছিল । প্রথম পরীক্ষায় মোটামুটি ভালোভাবেই উতরে গেলেন তিনজনই । ওয়াশিংটন সুন্দর বা দীপক চাহারদের আজ যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল । তাঁরা যে সুযোগটা পেয়ে কাজে লাগাতে বদ্ধ পরিকর তা আজ স্পষ্টতই প্রমাণ পেল ।