পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিত 'রেকর্ড' শর্মা

ফের রেকর্ড রোহিত শর্মার । বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রথম ম্যাচে ওপেন করতে নেমে দুই ইনিংসেই শতরান হাঁকালেন রোহিত । প্রথম ইনিংসে 176-এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর স্কোর 127 ।

রোহিত শর্মা

By

Published : Oct 5, 2019, 4:05 PM IST

Updated : Oct 5, 2019, 7:12 PM IST

বিশাখাপটনম, 5 অক্টোবর : ফের রেকর্ড রোহিত শর্মার । প্রথম ম্যাচে ওপেন করতে নেমে বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই শতরান হাঁকালেন রোহিত । প্রথম ইনিংসে 176-এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর স্কোর 127 ।

প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু হল দ্বিতীয় ইনিংস । রোহিত 'কুল' শর্মা হিটম্যানের ভূমিকাই নিলেন । শুরু থেকে ধুমধাড়াক্কা ব্যাটিং । ময়ঙ্ক আগরওয়াল শুরুতে আউট হলেও প্রভাব পড়তে দেননি রোহিত । পূজারা শুরুতে মন্থর ব্যাটিং করছিলেন । পরে তিনিও হাত খোলেন । তবে, রোহিত প্রথম থেকেই ফোর্থ গিয়ারে । বিশাখাপটনমের মাঠে রাবাডা, মহারাজদের বলে চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন ।

প্রথম ইনিংসে ভারত তোলে 502 রান । সৌজন্যে ময়ঙ্কের 215 ও রোহিতের 176 । জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে 431 রান । অশ্বিন নেন 7 উইকেট । 71 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারতীয় দল । ব্যক্তিগত 7 রানের মাথায় আউট হন ময়ঙ্ক । তারপরই শুরু হয় রোহিত-ঝড় । পূজারাকে সঙ্গে নিয়ে দুরন্ত খেলতে থাকেন হিটম্যান । ব্যক্তিগত 81 রান করে আউট হন পূজারা । এরপর সেঞ্চুরি পূরণ করেন রোহিত । ব্যক্তিগত 127 রান করে আউট হন তিনি । প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টাম্প হন রোহিত । বোলার সেই কেশব মহারাজ ।

চলতি টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট 13টি ছক্কা হাঁকান রোহিত । ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি টেস্টে ম্যাচে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও এল তাঁর দখলে । এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টে মোট আটটি ছক্কা হাঁকিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ।

Last Updated : Oct 5, 2019, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details