পশ্চিমবঙ্গ

west bengal

নিউজ়িল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

By

Published : Feb 27, 2020, 11:23 AM IST

Updated : Feb 27, 2020, 2:01 PM IST

টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ভারতীয় মহিলা দল ৷ নিউজ়িল্যান্ডকে 3 রানে হারিয়ে শেষ চারের ঘরে পা রেখেছে হরমনপ্রীত কউরের দল

india vs newzeland
শেফালি

মেলবোর্ন, 27 ফেব্রুয়ারি : প্রথম দল হিসেবে মহিলা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাল ভারত ৷ বৃহস্পতিবার মেলবোর্নের জংশন ওভালে নিউজ়িল্যান্ডের মেয়েদের 3 রানে হারিয়ে শেষ চারে পা রেখেছে ওমেন ইন ব্লু ৷ চলতি বিশ্বকাপে গ্রুপ এ-র প্রথম তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছাল হরমনপ্রীতের দল ৷

মাত্র 133 রান ৷ মোটও আহামরি কিছু ছিল না ৷ ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজরা ৷ একমাত্র ওপেনার শেফালি ভার্মা ছাড়া বাকিদের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা ৷ টি-20 বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে 133 রান তোলে ওমেন ইন ব্লু ৷ শেফালির 46 রানের সুবাদে প্রতিপক্ষের সামনে মোটামুটি ভদ্রস্থ রান খাড়া করে ভারত ৷ যদিও সেই লক্ষ্যে পৌঁছাতে পারল না নিউজ়িল্যান্ডের মেয়েরা ৷ ভারতের বোলিং ব্রিগেড 3 রান আগেই থামিয়ে দিল প্রতিপক্ষকে ৷ এই জয়ের সঙ্গেই হাসতে হাসতে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ওমেন ইন ব্লু ৷

নামের প্রতি মোটেও সুবিচার করতে পারছেন না দেশের বিধ্বংসী ওপেনার স্মৃতি মান্ধানা ৷ বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচে খেলেননি ভাইরাল ফিভারের জন্য ৷ বৃহস্পতিবার মেলবোর্নের জাংশন ওভালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফেরেন অতি দ্রুত ৷ 8 বলে 11 রান করে বোল্ড আউট হন তিনি ৷ অধিনায়ক হরমনপ্রীত কউরের অবদান 1 রান ৷ অর্ধশতরান পূর্ণ করার আগেই ফেরেন ভারতের একমাত্র ভরসা শেফালি ভার্মাও (47) ৷ 13.5 ওভারে শেফালি ফেরার পর স্কোরবোর্ডে মাত্র 38 রান যোগ করতে পারে বাকিরা ৷

46 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা শেফালি ভার্মা

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ভারতের মেয়েদের প্রথমে ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন ৷ দুই ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা ইতিবাচকভাবে ভারতীয় ইনিংসের সূচনা করেন ৷ তবে 2.2 ওভারে দলীয় 17 রানে প্রতিপক্ষের ফাস্ট বোলার লিয়া তাহুহু স্মৃতির উইকেট ছিটকে দেন ৷ নবাগত শেফালিকে নিয়ে ভারতের ইনিংস সামলাচ্ছিলেন অভিজ্ঞ তানিয়া ভাটিয়া ৷ দশ ওভার পূর্ণ হওয়ার আগে প্যাভিলিয়নে ফেরেন তানিয়াও (25 বলে 23 রান) ৷ বেশিক্ষণ টেকেননি জেমিমা রড্রিগেজও (10) ৷ প্রয়োজনের সময় অধিনায়ক হরমনপ্রীত কউরের ব্যাটে ভরসা পেল না দল ৷ মাত্র 1 রান করে আউট হন টুর্নামেন্টে নিষ্প্রভ থাকা হরমনপ্রীত ৷ শেষমেশ নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে 133 রান তোলে ভারত ৷ জবাবে ছয় উইকেট হারিয়ে 130 রানে থেমে যায় বিপক্ষ ৷

আজ টিমে দুটি পরিবর্তন হয় ৷ সুস্থ হয়ে প্রথম একাদশে ফেরেন স্মৃতি মান্ধানা ৷ বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলার মেয়ে রিচা ঘোষ ৷ আজ রিচাকে দলের বাইরে রেখে রাধা যাদবকে আনা হয় ৷

Last Updated : Feb 27, 2020, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details